২৪ ঘণ্টায় পুলিশের গুলিতে নিহত ৬ কৃষ্ণাঙ্গ, ফ্লয়েডের স্মৃতি ফিরছে আমেরিকায়

প্রায় ১ বছর আগে জর্জ ফ্লয়েডের মৃত্যু দেখিয়ে দিয়েছিল, মার্কিন প্রশাসনের অন্দরে কীভাবে জাঁকিয়ে বসেছে বর্ণবিদ্বেষ। শতাব্দীর পর শতাব্দী ধরে শ্বেতাঙ্গ পুলিশদের মানসিকতায় যেন কোনো পরিবর্তনই আসেনি। এমনকি ফ্লয়েডের মৃত্য-পরবর্তী দীর্ঘ আন্দোলনও যেন প্রশাসনকে তার দায়িত্ব শেখাতে ব্যর্থ হল। অন্তত  বিচারপ্রক্রিয়ার শেষে আমেরিকা জুড়ে ঘটে চলা বেশ কিছু ঘটনা সেই কথাই বলছে। একজন দুজন নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৬ জন কৃষ্ণাঙ্গের মৃত্যু হল আমেরিকা জুড়ে। আর প্রতিটি ক্ষেত্রেই রক্তের দাগ লেগেছে কোনো শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে।

টেলিভিশন এবং রেডিওতে যখন জর্জ ফ্লয়েডের হত্যাকারী ডেরেক চৌভিনের বিচারের খবর সম্প্রচারিত হচ্ছে, ঠিক তখনই ঘটে চলেছে এইসব ঘটনা। কোনোটা ঘটেছে সুদূর ওহায়ো শহরে। কোনোটা ক্যালিফোর্নিয়ায়। আবার কোনোটা খোদ জর্জ ফ্লয়েডের শহর মিনিয়াপলিসেই। মৃতদের তালিকায় যেমন দীর্ঘদিনের দাগী আসামীরাও রয়েছেন, তেমনই রয়েছেন মাত্র ১৬ বছরের কিশোরীও। কেউ আবার নেহাৎ প্রেমিকাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছিলেন। ওহায়ো শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার যখন ১৬ বছরের কিশোরীকে লক্ষ্য করে নির্মম গুলি ছুঁড়লেন, তখন আঁতকে উঠেছিলেন তাঁরই এক সহকর্মী। এগিয়ে গিয়ে পিস্তল নামাতে বলেন তিনি। কিন্তু সেই পুলিশ অফিসারের উত্তর ছিল, কিশোরীর হাতে যে অস্ত্র রয়েছে। কী সেই অস্ত্র? সামান্য একটি কিচেন নাইফ। হয়তো রান্নাঘরের কাজ করতে করতেই ছুরি হাতে বেরিয়ে এসেছিল সেই কিশোরী। কিন্তু এইসব সম্ভাবনার থেকেও অনেক বড়ো কথা, সেই কিশোরী কৃষ্ণাঙ্গ।

জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমেরিকাবাসী দাবি তুলেছিলেন, শুধুই ডেরেকের শাস্তি নয় বরং সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সেই দাবির যথার্থতাই প্রমাণিত হল এই সমস্ত ঘটনার ভিতর দিয়ে। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন যেন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হল। এমনকি ফ্লয়েডের হত্যাকারী ডেরেকও ছাড়া পেলেন সামান্য কিছু ক্ষতিপূরণের বিনিময়ে। তবে মার্কিন মুলুকে এইসব ঘটনা নতুন নয়। এতদিন আলোচনার আড়ালে থাকা সেইসব ঘটনা এবার প্রচারমাধ্যমে উঠে আসছে। সচেতন হচ্ছেন সাধারণ মানুষ। আর এই সচেতনতাই হয়তো একদিন প্রকৃত পরিবর্তন নিয়ে আসবে। সেদিনই সার্থক হবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

Powered by Froala Editor

আরও পড়ুন
পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক, ফের বর্ণবিদ্বেষে রক্তাক্ত জর্জ ফ্লয়েডের শহর

Latest News See More