পৃথিবীর বুক থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে একের পর এক জীবজন্তু। মূলত সরীসৃপ বা তার চেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণীরা সংকটের কেন্দ্রে থাকলেও স্তন্যপায়ী প্রাণীদের অবস্থাও একেবারেই নিরাপদ নয়। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে, তারই একটা ছবি পাওয়া গেল সাম্প্রতিক একটি গবেষণাপত্রে। আর সেই রিপোর্ট বলছে আগামী শতকের শুরুর মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিতে পারে ৫৫৮টি স্তন্যপায়ী প্রজাতি।
ইন্টারন্যাশানাল ইউনিয়ন ফর কনজার্ভেসন অফ নেচার (আইইউসিএন)-এর পরিসংখ্যানের উপর ভিত্তি করে সুইডেনের গথেনবার্গ ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি প্রস্তুত করেছেন এই গবেষণাপত্র। তাতে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর বিলুপ্তির ইতিহাসের সঙ্গে সাম্প্রতিক পরিসংখ্যান মিলিয়ে তৈরি করা হয়েছে একটি রেখাচিত্র। ইতিহাস বলছে, বিগত ১,২৬,০০০ বছরে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে ৫৭০০ প্রজাতির স্তন্যপায়ী। আর তার মধ্যে ৮০টি প্রজাতি হারিয়ে গিয়েছে বিগত ১৫০ বছরে। এইসমস্ত বিলুপ্তির সঙ্গে মানুষের নানা কর্মকাণ্ডের যোগসূত্র অস্বীকার করার উপায় নেই। কিন্তু সাম্প্রতিক কালে পরিবেশ দূষণ যেভাবে বেড়ে চলেছে তাতে সমস্ত ইতিহাসকে ছাপিয়ে গিয়েছে প্রাণীদের সংকট।
১৯৬০-এর দশক থেকেই পরিবেশ দূষণের মাত্রা ক্রমশ উর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে সমস্ত পৃথিবী জুড়েই প্রাণী সংকটও বেড়ে চলেছে। গথেনবার্গ ইউনিভার্সিটির তৈরি রেখাচিত্র দেখাচ্ছে এখনও অবধি সমস্ত দেশে সংরক্ষণ পদ্ধতির অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে ২১০০ সালের মধ্যেই ৫৫৮টি স্তন্যপায়ী প্রাণী হারিয়ে যাবে। আর এই সংকট মানুষকেও যে বিপদের মধ্যে ফেলবে সেকথা বলাই বাহুল্য। তবে তার পরেও আশার আলো একেবারে মুছে যায়নি বলে জানাচ্ছে গবেষণাপত্র। তবে তার জন্য সংরক্ষণ প্রক্রিয়াকে আরও উন্নত করে তুলতে হবে। আর এই সংকট থেকে মুক্তির জন্য সমস্ত দেশের মানুষকে হাতে হাত রেখে এগিয়ে আসতে হবে।
Powered by Froala Editor
আরও পড়ুন
১৪০০০ বছর আগেও, লোমশ গণ্ডারের বিলুপ্তি ঘটেছিল উষ্ণায়নের কারণেই