এক ঘণ্টায় ৫২টি বাদুড়ের মৃতদেহ ঝরে পড়ল আমবাগানে, গোরক্ষপুরে চাঞ্চল্য

প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিজের আমবাগানে তদারক করতে গিয়েছিলেন পঙ্কজ শাহী। উত্তরপ্রদেশের গোরক্ষপুর শহরের বেলঘাট অঞ্চলের বিস্তীর্ণ আমবাগানের কিছুটা তাঁর মালিকানাধীন। আর গ্রীষ্মের শুরুতে একটা একটা করে ফল ধরতেও শুরু করেছে। কিন্তু বাগানে গিয়েই তিনি হতবাক। দেখলেন পাশের বাগানে এক জায়গায় পড়ে আছে কয়েকটা বাদুড়ের মৃতদেহ। এমন আকস্মিক ঘটনা দেখে প্রথমে সম্বিত হারালেও দ্রুত খবর দিলেন বনবিভাগের আধিকারিকদের। তবে বনবিভাগের দল আসার আগেই সেখানে আরও অনেকগুলি মৃতদেহ জমা হয়।


আমগাছের ডাল থেকে ঝুপ ঝুপ করে ঝরে পড়ছে একটার পর একটা মৃতদেহ। মাত্র একঘণ্টার মধ্যে একই জায়গায় ৫২টি বাদুর প্রাণ হারায়। এমন অভূতপূর্ব ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মৃত্যুর কারণ ঘিরে শুরু হয়েছে একাধিক জল্পনা। তবে প্রকৃত কারণ জানতে তিনটি মৃতদেহ বরেলিতে অবস্থিত পশু গবেষণা সংস্থায় পাঠানো হয়েছে।


অকস্মাৎ এমন ঘটনায় ত্রাসের সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কেউ কেউ মনে করছেন এই ঘটনার সঙ্গে করোনা ভাইরাসের সম্পর্ক আছে। বাদুড়ের শরীর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে, এমন গুজব ছড়িয়েছিল আগেই। বনবিভাগের তরফ থেকে অবশ্য এখনও স্পষ্ট কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে তাপপ্রবাহের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান তাঁদের। কিন্তু এমন ব্যাপক মাত্রায় না হলেও, প্রতি বছরই উত্তরপ্রদেশে তাপপ্রবাহের ঘটনা ঘটে। কিন্তু এমন ঘটনা আগে কোনোদিন ঘটেনি বলে জানাচ্ছেন স্থানীয় মানুষ।

Powered by Froala Editor

Latest News See More