বয়স মাত্র পাঁচ বছর। অক্ষর পরিচয়ের পর, শব্দ চেনার বয়স। কিন্তু এই কচি বয়সেই একটা আস্ত বই লিখে এবং সেটি প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছে ইংল্যান্ডের বিস্ময়-শিশু। তার নাম জায়গা পেয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও। বিশ্বের সর্বকনিষ্ঠ লেখিকার (প্রকাশিত) নাম বেলা জে ডার্ক। তার বই ‘লস্ট ক্যাট’ (হারানো বেড়াল), বিক্রি হয়েছে হাজার কপিরও বেশি।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ওয়েবসাইট বলছে, বেলাকে বইটি লিখতে সাহায্য করেছেন তার মা, চেলসি সাইম। কিন্তু প্রচ্ছদ, অলঙ্করণ এমনকি মূল লেখাটিও বেলারই কলমে। 'দ্য লস্ট ক্যাট' বইটির বিষয় স্নোয়ি নামের এক দুষ্টু বেড়ালছানার কাণ্ডকারখানাকে ঘিরে। একদিন খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল সে। তারপর কী হল, কীভাবে স্নোয়ি তার দুষ্টুমির সাজা পেল–সেই গল্পই ধরা পড়েছে বেলায় বইতে। বইটি প্রকাশ করেছে জিঞ্জার ফ্রায়ার প্রেস নামক পোর্টল্যান্ডের একটি প্রকাশনা।
প্রথম যখন বেলা বই লেখার আবদার করেছিল, তখন তার মা ছেলেমানুষি খেয়াল বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন । বর্তমানে মিসেস সাইম, মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। ‘বইটিতে গল্পচ্ছলে শিশুদের জন্য কিছু মূল্যবান উপদেশও রয়েছে।’ এমনটাই বলেছেন তিনি। তবে সে-যাই হোক, এই বয়সেই বই, তার আবার এত বিক্রি - বাঙালি সাহিত্যিকদের বিস্মিত হওয়ার পক্ষে যথেষ্ট নয় কি!
Powered by Froala Editor