একসঙ্গে ৫ জন করোনা-আক্রান্তের হদিশ পশ্চিমবঙ্গে, রয়েছে দুই শিশুও

এতদিন সংখ্যাটা আটকে ছিল ১০-এর গণ্ডিতেই। পশ্চিমবঙ্গে করোনা আয়ত্তে এসেছে অনেকটাই – এ-নিয়ে স্বস্তিও প্রকাশ করছিলেন কেউ কেউ। এর মধ্যেই পাওয়া গাল ভয়াল এক খবর। রাজ্যে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত। ফলে সংখ্যাটা ১০ থেকে এক লাফে পৌঁছে গেল ১৫-তে।

আরও পড়ুন
করোনা ‘ছড়ানো’র অভিযোগ, নিজের আবাসনেই হেনস্থার মুখে পিয়ারলেসের চিকিৎসক

আক্রান্ত ৫ জনই নদীয়ার তেহট্টের বাসিন্দা। গিয়েছিলেন দিল্লিতে। সেখানেই ইংল্যান্ড-ফেরত এক করোনা-আক্রান্তের সংস্পর্শে আসেন তাঁরা। আর দিল্লি থেকে তেহট্টে ফেরার পরই, পরিবারের ৮ জনের শরীরে দেখা দেয় জ্বর। কলকাতায় এনে পরীক্ষা করা হলে, ৫ জনের নমুনা করোনা-পজিটিভ আসে।

আরও পড়ুন
৪ থেকে একলাফে ৭, করোনায় আক্রান্ত বালিগঞ্জের তরুণের মা-বাবা ও বাড়ির পরিচারিকা

তবে সবচেয়ে ভয়ের খবর, আক্রান্ত ৫ জনের মধ্যে ২ জন শিশু। একজনের বয়স ৯ মাস, একজনের ৬ বছর। রয়েছে ১১ বছরের এক কিশোরও। করোনার ধকল তারা কতটা নিতে পারবে, প্রশ্ন উঠছে তা নিয়েও।

আরও পড়ুন
শাঁখ, উলুধ্বনি, বাজিতে উত্তাল গোটা দেশ, করোনার সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি?

এই তিনজনের পাশাপাশি, ওই পরিবারের দুই মহিলাও আক্রান্ত হয়েছেন করোনায়। দিল্লিফেরত বাকি তিন সদস্যের আবার পরীক্ষা করা হবে কাল। সঙ্গে পরীক্ষা করা হবে এলাকায় যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন, সেইসব মানুষদেরও। একসঙ্গে ৫ জন বেড়ে যাওয়ায়, থমকে-যাওয়া আতঙ্কের আবহ যে আবার ফিরে এল খানিকটা, তা বলার অপেক্ষা রাখে না।

Latest News See More