পরিবেশ বাঁচাতে ৫০ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ মেক্সিকোয়

উষ্ণায়নের কারণে পৃথিবীর আয়ু ক্রমশ ফুরিয়ে আসছে। একের পর এক হারিয়ে যাচ্ছে বিপন্ন প্রজাতির প্রাণীরা। এখন ভারসাম্যহীনতা থেকে পৃথিবীকে রক্ষার সবচেয়ে কার্যকরী উপায় হয়তো বৃক্ষরোপণই। এই কাজেই এবার বড় পদক্ষেপ নিচ্ছেন মেক্সিকোর পরিবেশবিদরা। তাঁদের উদ্দেশ্য, নিজেদের দেশেই ৫০ লক্ষ গাছ লাগানো। ইতিমধ্যেই কনস্টাটুসিয়ান শহরের প্রায় ১০০ জন উৎসাহী সারা শহর জুড়ে বৃক্ষরোপণ করেছেন।

‘প্ল্যান্ট ফর প্ল্যানেট’ নামক সংস্থা ২০১৬ সালে যুক্ত হয় এই উদ্যোগের সঙ্গে। ইতিমধ্যেই ৫ লক্ষ গাছ রোপণ করেছে সংস্থাটি। প্ল্যান্ট ফর প্ল্যানেট আগামী তিন দশকের মধ্যে ১ ট্রিলিয়ন গাছ লাগাবার পরিকল্পনা নিয়েছে। মূলত মেক্সিকোতেই লাগানো হবে গাছগুলি। কারণ, অন্যান্য ইউরোপীয় অঞ্চলের তুলনায় মেক্সিকোতে গাছ দ্রুত বৃদ্ধি পায়।

ইতিমধ্যেই এই উদ্যোগটিকে সমর্থন জানিয়েছেন পৃথিবীর বহু পরিবেশ সচেতন মানুষ। শুধু পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই নয়, অনেকের জীবিকা নির্বাহেও দিশা দেখাচ্ছে প্ল্যান্ট অফ প্ল্যানেট।