প্রায় ৪০০ বছর ধরে মহারাষ্ট্রের ইয়ালাম্মা দেবীর মন্দিরের সামনে অধিষ্ঠিত একটি বটগাছ। মন্দিরে আসা দর্শনার্থীরা যেমন প্রতিদিন এই গাছের ছায়ায় বিশ্রাম নেয়, ঠিক তেমনই গাছকে আশ্রয় করে বেঁচে থাকে অসংখ্য বাদুড় এবং পাখি। কিন্তু কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল, এবার দিন শেষ হয়ে এসেছে। সরকারি সড়ক নির্মাণ প্রকল্পের কারণে এবার কেটে ফেলা হবে বুড়ো বটগাছকে। আর এই কথা শুনেই আপত্তি জানিয়েছিলেন গ্রামবাসীরা। আর দীর্ঘ প্রতিবাদের পর অবশেষে সরকারের পক্ষ থেকেও মিলল সবুজ সংকেত। আর আবারও জীবন ফিরে পেল সেই বুড়ো বটগাছ।
মহারাষ্ট্রের মিরজা টাউনের কাছে ভোসে গ্রাম। এই গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই বটগাছ। সামান্য একটা রাস্তা তৈরির অজুহাতে সেই গাছ কেটে ফেলা হবে, এমন কথা মেনে নিতে পারেননি কেউই। গ্রামবাসীদের প্রতিবাদে সম্মতি জানিয়েছিল গ্রাম পঞ্চায়েতও। আর অবশেষে সেই প্রতিবাদে টনক নড়ল সরকারের। মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির কাছে অনুরোধ জানান, এই গাছটিকে যেন রক্ষা করার ব্যবস্থা করা হয়। আর সেই অনুরোধে সারা দিয়ে সড়ক নির্মানের কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এখন পি. ডব্লিউ. ডি. কর্তৃপক্ষ নতুন করে সড়কের মানচিত্র তৈরি করছে। আর সেইসঙ্গে যেন উৎসবের মেজাজ ভোসে গ্রামে। প্রাচীন এই বটগাছকে রক্ষা করতে পেরে খুশি গ্রামবাসীরা। আর সেইসঙ্গে আনন্দিত পরিবেশকর্মীরাও। এই বটগাছ যেমন গ্রামের ঐতিহ্যের প্রতীক, তেমনই তো এক ক্ষয়িষ্ণু বাস্তুতন্ত্রেরও প্রতিনিধি।
Powered by Froala Editor
আরও পড়ুন
নিজেদের উদ্যোগেই তৈরি ঝুলন্ত সেতু, আশ্চর্য কীর্তি অরুণাচলের গ্রামবাসীদের