মাত্র কিছুদিন আগেই কাভানের কথা আলোচিত হচ্ছিল সারা পৃথিবী জুড়ে। তখনও সে ছিল পৃথিবীর সবচেয়ে একাকী হাতি। অবশেষে সমস্ত নিয়ম মেনেই পাকিস্তানের চিড়িয়াখানা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে কম্বোডিয়ার জঙ্গলে। আর এর পরেই উঠে এসেছে আরও এক হাতির কথা। সে ব্রিটেনের অ্যানি। ইংল্যান্ডের তো বটেই, সম্ভবত কাভানের পর পৃথিবীর নিঃসঙ্গতম হাতি অ্যানি-ই। এবার ইংল্যান্ড জুড়ে উঠছে তাকে মুক্তি দেওয়ার দাবিও। ইতিমধ্যে ৪ লক্ষ মানুষের দাবিপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে।
২০ বছর আগে একটি সার্কাস দলের কাছ থেকে এই এশিয়ান এলিফ্যান্টটি কিনে নেয় উইল্টশায়ার সাফারি পার্ক কর্তৃপক্ষ। এই ২০ বছর ধরে ঘুরে বেড়ানোর জন্য বিরাট জঙ্গল পেলেও আর কোনো হাতির সঙ্গে দেখা হয়নি তার। এর আগেও ৫০ বছর কেটেছে সার্কাসে। তখনও বন্দি অবস্থায়। আর এই একাকিত্ব থেকেই তাকে গ্রাস করেছে অবসাদ। এবার তাকে স্বজাতির মধ্যে ফিরিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছেন সমাজের নানা স্তরের মানুষ।
৪ লক্ষ মানুষের মধ্যে ইংল্যান্ডের প্রখ্যাত অভিনেত্রী জোয়ানা লুমিও অ্যানের মুক্তি দাবি করেছেন। ধীরে ধীরে গড়ে উঠছে সচেতনতাও। ঠিক যেমন কাভানের মুক্তির আগে সচেতনতা দেখা গিয়েছিল নানা স্তরে। এমনকি সে-মামলা আদালতেও গড়িয়েছিল। তবে এক্ষেত্রে অবশ্য দাবিপত্রটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন সাফারি পার্ক কর্তৃপক্ষ। আফ্রিকার কোনো জঙ্গলেই তাকে পুণর্বাসিত করার পরিকল্পনা চলছে বলেও জানানো হয়েছে। কত দ্রুত এই প্রক্রিয়া নিষ্পন্ন হয়, সেদিকেই তাকিয়ে আছেন সকলে।
Powered by Froala Editor