উন্নত দেশ হোক বা উন্নয়নশীল অথবা অনুন্নত, করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে সমস্ত দেশের স্বাস্থ্য পরিকাঠামোই ভেঙে পড়েছে। রোগীদের শরীর থেকে সংক্রমণের শিকার বহু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও। তাই এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজন প্রচুর সংখ্যক চিকিৎসক। সমস্যার সমাধান হতে পারে, যদি অবসরপ্রাপ্ত চিকিৎসকরা এগিয়ে আসেন। আর এই মর্মে আবেদনও করেছে বহু দেশের সরকার।
ইংল্যান্ড, আমেরিকা, ইতালি ও ভিয়েতনামের পর অবশেষে সরকারের এই আহ্বানে সাড়া দিলেন ভারতের প্রাক্তন চিকিৎসকরাও। তাঁদের অনেকেই সরকারি, বেসরকারি বা সামরিক বিভাগে দীর্ঘদিন অনুশীলন করেছেন। তারপর বয়সের কারণে অবসর নিয়েছেন। কিন্তু দেশের এই কঠিন সময়ে কি নিজের সারা জীবনের শিক্ষা ও সাধনাকে নিষ্ফল করে রাখবেন? চিকিৎসকদের পক্ষে এমনটা সত্যিই সম্ভব নয়। সরকার তাই তাঁদের জরুরি পরিস্থিতিতে কাজ ফিরতে অনুরোধ করেছিল। ২৫ মার্চ, অর্থাৎ যেদিন থেকে লকডাউন শুরু হয়, সেদিনই। আর এর মধ্যেই সেই আবেদনে সাড়া দিয়েছেন ৩৮ হাজারের বেশি অবসরপ্রাপ্ত চিকিৎসক।
তিনমাস ধরে করোনা সংক্রমণের আতঙ্কে জর্জরিত ভারতবর্ষ। দুমাসের বেশি সময় ধরে লকডাউন চলার পর অবশেষে কড়াকড়ি শিথিল হচ্ছে, কিন্তু সেইসঙ্গে আবারও বাড়ছে সংক্রমণ। তাই এই সময়েই প্রয়োজন বহু চিকিৎসকের এগিয়ে আসার। আর এভাবেই তাঁরা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে আবারও একটা স্বাভাবিক সকাল উপহার দেবেন দেশের মানুষকে। আজকের দিনে তো একজন চিকিৎসকের থেকে বড় যোদ্ধা আর কেউ নেই।
Powered by Froala Editor