রাস্তা সম্প্রসারণে কাটা পড়বে ৩৪ হাজার গাছ! আশঙ্কার মেঘ ব্যাঙ্গালোরে

উন্নয়ন বনাম সবুজ। অবুঝ এই প্রশ্নে আপাতত কাটা পড়তে চলেছে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরের প্রায় ৩৩০০০ গাছ। টুমাকুরু রোড এবং হসৌর রোড সংযোগকারী এই পেরিফেরাল রিং রোড’ প্রোজেক্টে আপাতত বাধা হয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩,৮৮৩টি গাছ। আট লেনের এই রোড নির্মাণের সম্ভাব্য খরচ ১৫১১১.৪২ কোটি টাকা।

ব্যাঙ্গালোর ডেভেলপমেন্ট অথোরিটির (বি ডি এ) প্রথমে দাবি ছিল, মাত্র ২০০টি গাছ কাটা পড়বে এই প্রোজেক্টে। পরবর্তীকালে ফরেস্ট ল্যান্ড সংক্রান্ত সমস্যার জেরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট কমিটির (ই আই এ) বর্তমান রিপোর্ট জানাচ্ছে, ৩৩.৮৮৩টি গাছ কাটা পড়বে এই প্রোজেক্টের জেরে। জমি ব্যবহারের নকশাও পাল্টে যাবে সম্পূর্ণ।

গবেষণা জানাচ্ছে, এত সংখ্যক গাছ কাটার জেরে আবহাওয়া পরিস্থিতির বদল ঘটবে দ্রুত। বাতাসে বেড়ে যাবে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা। ভূমিক্ষয়ও বাড়বে দ্রুত হারে। রাস্তাটি যেহেতু ন্যাশনাল পার্ক এবং বার্ড কনসার্ভেশন রিজার্ভ থেকে মাত্র ৭.২১ ও ১.৪৯ কিমি দূরে অবস্থিত, তাই জল সংরক্ষণ এবং জলের কোয়ালিটির উপরও যথেষ্ট প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গবেষণায় আরও প্রকাশ ভূমিক্ষয়ের পাশাপাশি কৃষিজমি ও তার সুবাদে দিন গুজরান করা মানুষের উপরেও আশঙ্কার মেঘ আনতে চলেছে এই প্রোজেক্ট। ইতিমধ্যেই পরিবেশবিদরা সরব হয়েছেন এর বিরুদ্ধে। কতদিনে থামানো যায় এই মারণযজ্ঞ, সেই অপেক্ষাতেই এখন দেশবাসী।

Powered by Froala Editor