প্রাণহানি না হলেও, বিরাট বিপর্যয়ের মুখে পড়ল বর্ধমানের শস্যভাণ্ডার। বুধবার রাতে সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে নষ্ট হয়েছে কয়েকশো কোটি টাকার ফসল। মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান, তিল ও সবজি ক্ষেতগুলি। গণনা অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফসল ও সব্জিসহ ক্ষতির আর্থিক মূল্য ৩০০ কোটি টাকার সমান।
প্রশাসনের তরফে জানানো হয়, চাষিরা অনেক ব্লকেই বোরো ধান তুলে ফেললেও, প্রায় ৪৬ হাজার ৭০০ হেক্টর জমির ধান মাঠেই রয়ে গিয়েছিল, যা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ হাজার হেক্টর জমির ধান সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। ১২ হাজার ৩৪০ হেক্টর জমির তিল এবং প্রায় ৫ হাজার হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে এই ঝড়ে।
জেলা শাসক জানিয়েছেন, এ-বছর জেলায় মোট বোরো ধানের চাষ হয় ১ লক্ষ ৬৪ হাজার হেক্টর জমির। যার মধ্যে ৭০ শতাংশের বেশি ধান চাষীরা ঘরে তুলে ফেলতে পেরেছিলেন। বাকি মাঠে রয়ে যাওয়া অংশ সাংঘাতিকভাবে মুখোমুখি হয়েছে বিপর্যয়ের। এছাড়া জানানো হয়, বিমার ভিত্তিতে পাওনা ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে চাষিদের।