অ্যালবামের কভারে নগ্ন শিশুর ছবি, নিরভানার ‘নেভারমাইন্ড’ নিয়ে বিতর্ক কাটেনি আজও

মাছ ধরার বঁড়শিতে গাঁথা মার্কিন ডলারের একটি নোট। আর সুইমিং পুলের জলে ডুব দিয়ে সেই ‘টোপ’-কেই ছুঁতে যাচ্ছে মাস কয়েকের ছোট্ট এক শিশু। শরীরে ছিটেফোঁটা সুতোও নেই তার। সম্পূর্ণ নগ্ন। অফিস থেকে বাড়ি ফিরতে গিয়ে লস অ্যাঞ্জেলিসের টাওয়ার রেকর্ডের দেওয়ালে টাঙানো বিশালাকার এই হোর্ডিং-এই চোখ আটকে গিয়েছিল মার্কিন বাসিন্দা রিক অ্যালডেনের। মুহূর্তে বিস্মিত হয়ে গিয়েছিলেন তিনি। এই ছোট্ট শিশু যে তাঁরই ৯ মাসের সন্তান!

১৯৯১ সাল। ক্যালেন্ডারের পাতায় দিনটা ছিল ২৪ সেপ্টেম্বর। আজকের দিনেই প্রকাশিত হয়েছিল নিরভানা’র (Nirvana) কালজয়ী ‘নেভারমাইন্ড’ (Nevermind) অ্যালবামটি। যা রীতিমতো ঝড় তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে। পাল্টে দিয়েছিল রক মিউজিকের ইতিহাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই লেখার শুরু থেকে নাইনটিজ গ্রাঞ্জের (Nineties Grunge) সেই অন্যতম মাইলফলক ‘নেভারমাইন্ড’-এর কথাই হচ্ছে। তবে জনপ্রিয়তা কিংবা বিক্রির নিরিখে একের পর এক রেকর্ড ভাঙলেও, অ্যালবাম আর্টের জন্য বিতর্কে জড়িয়ে পড়ে ‘নেভারমাইন্ড’। 

গত মাসের কথা। আগস্টের ২৪ তারিখে লস অ্যাঞ্জেলিসের ফেডেরাল কোর্টে নিরভানার এই অ্যালবামের বিরুদ্ধেই যৌন হেনস্থার মামলা দায়ের করেছিলেন বছর তিরিশের স্পেনসার অ্যালডেন (Spencer Alden)। হ্যাঁ, তিনিই সেই ছোট্ট শিশু, যাঁকে দেখা গিয়েছিল ‘নেভারমাইন্ড’-এর কভারে। স্পেনসারের অভিযোগ, তাঁর বাবা-মার অনুমতি না নিয়েই অ্যালবাম কভারে ব্যবহৃত হয়েছিল তাঁর নগ্ন ছবিটি। নিরভানার সমস্ত জীবিত সদস্য, ফটোগ্রাফার কার্ক ওয়েবেল এবং কার্ট কোবেনের স্ত্রী কার্টনি লাভ-সহ মোট ১৫ জনের কাছে দেড় লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণেরও দাবি জানান তিনি। 

না, একেবারে ভুল নয় স্পেনসারের দাবি। নিরভানা অ্যালবাম কভারে যে তাঁর সন্তানের ছবি ছাপা হবে, সে ব্যাপারে কিছুই জানা ছিল না রিকের। আসলে তাঁর বাড়িতেই একটি পারিবারিক পার্টিতে নিছকই এই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ফটোগ্রাফার কার্ক ওয়েবেল। সেই সময়েই ২০০ মার্কিন ডলার বিনিময়ে এই ছবি ব্যবহারের অলিখিত স্বত্ব ‘কিনে’ নেন ওয়েবেল। সেদিক থেকে দেখতে গেলে অ্যালবাম কভারে এই ছবি ছাপায় সমস্যা থাকার কথাও নয়। 

আরও পড়ুন
মঞ্চে উঠতে দেননি ডিলান, অপমানিত জোন বায়াজ বেরিয়ে এলেন সম্পর্ক থেকেও

প্রাথমিকভাবে অ্যালবামটি দেখে বিস্মিত হলেও, কোনো প্রতিবাদ করেননি রিক। তবে ক্রমশ আবহাওয়া বদলাতে থাকে নেভারমাইন্ডের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে। রিকের কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল, জনপ্রিয়তার নিরিখে তাঁকে যথাযথ অনুদান দেওয়া হয়নি। তৎকালীন সময়ে দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত একটি সাক্ষাৎকারে রিক জানান, অ্যালবামটির জন্য কেবলমাত্র একটি টেডি বিয়ার এবং সামান্য কিছু উপহার পাঠিয়েছিল সংশ্লিষ্ট রেকর্ডিং সংস্থা। 

আরও পড়ুন
ডেথ মেটাল সঙ্গীতকে করে তুলেছিলেন সর্বজনীন, প্রয়াত ‘চিলড্রেন অফ বডম’-এর অ্যালেক্সি লাইহো

অবশেষে প্রায় দু’বছর ধরে এই বিতর্ক চলার পরে নিরভানার সঙ্গে রিকের চুক্তি হয়েছিল, অ্যালবাম কভারের ছবিটিতে স্পেনসারের যৌনাঙ্গ ঢেকে দেওয়া হবে কালো স্টিকারে। কিন্তু সেই প্রতিশ্রুতি রেখেনি ব্যান্ড কর্তৃপক্ষ। ১৯৯৪ সালে নিরভানার আইকনিক ফ্রন্টম্যান ও গায়ক কার্ট কোবেনের মৃত্যুর পরেও তুষের আগুনের মতো বার বার জ্বলে উঠেছে এই বিতর্ক। নেভারমাইন্ডের প্রকাশের ১০, ২০ এবং ২৫তম বছরে একই পোজে ট্রাঙ্ক পরে ছবি তুলে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন স্পেনসার নিজেও। 

আরও পড়ুন
কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ, দীর্ঘ আটবছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন বব ডিলান

সাম্প্রতিক সময়ে এই বিতর্ক আরও ঘনীভূত হয়, স্পেনসার নিরভানার বিরুদ্ধে চাইল্ড পর্নোগ্রাফির অভিযোগ আনার পর। যদিও, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যৌনকর্মের চিহ্ন না থাকলে কোনো নগ্ন শিশুর ছবিকে পর্নোগ্রাফির ট্যাগ দেওয়া যায় না। সেখানে নিরভানার ক্লিনচিট পাওয়ারই কথা ছিল। তবে কভার তৈরির সময় মূল ছবির সঙ্গে এডিট করে সংযোজন করা হয়েছিল ডলারের ছবি। স্পেনসারের আইনজীবীর অভিমত, টাকার উপস্থিতিই নগ্ন শিশুকে উপস্থাপন করছে যৌনকর্মী হিসাবে। না, এখনও পর্যন্ত সেই মামলার কোনো চূড়ান্ত রায় দেয়নি আদালত। মুখ খোলেনি ব্যান্ড কর্তৃপক্ষও। কেবলমাত্র ফটোগ্রাফার কার্ক জানিয়েছিলেন, ক্ষতিপূরণ দেওয়ার দায় একমাত্র রেকর্ডিং সংস্থার। কেননা তারাই মূলত লাভ করেছিলেন এই অ্যালবাম থেকে। 

আজ ৩০ বছরে পা দিল ‘নেভারমাইন্ড’। তিন দশক পেরিয়ে এসে ‘স্মেলস লাইক টিন স্পিরিট’, ‘পলি’ কিংবা ‘কাম অ্যাস ইউ আর’-এর মতো এই অ্যালবামের গানগুলির জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি আজও। ঠিক যেভাবে কাটেনি বিতর্কের মেঘ। কার্ট কোবেন নিজেও কি জানতেন ‘নেভারমাইন্ড’ নাম রাখার পরেও নিছক ছবিটিতে ‘মাইন্ড’ করে ছোট্ট শিশুটিই আদালতে মামলা ঠুকবেন একদিন?

Powered by Froala Editor

Latest News See More