রবিনসন ক্রুসোর কথা মনে আছে? জাহাজডুবি হওয়ায় রবিনসন কাঠের টুকরোয় ভাসতে ভাসতে পৌঁছেছিলেন নির্জন দ্বীপে। কেবলমাত্র নাবিকের কুকুর আর দুই বেড়াল ছিল তাঁর সঙ্গী। ফেরার পথ নেই কোনো। শেষে ২৮ বছর পর ইংরেজের জাহাজের চোখে পড়ে তাঁর অস্তিত্ব। সেই নাবিকদের সঙ্গেই দেশে ফেরেন তিনি। ড্যানিয়াল ডিফোর সেই ঘটনাই যেন বাস্তবে নেমে এল এবার। প্রশান্ত মহাসাগরের নির্জন দ্বীপ থেকে উদ্ধার করা হল হারিয়ে যাওয়া তিন ব্যক্তিকে। অবশ্য তাঁদের প্রতীক্ষা ক্রুসোর মত এতটা দীর্ঘ ছিল না।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। পিকেলোট দ্বীপে। গত ৩০ জুলাই অস্ট্রেলিয়ার পুলাওট অঞ্চল থেকে সাত মিটার দীর্ঘ একটি বোটে করে যাত্রা করেছিলেন ওই তিন ব্যক্তি। গন্তব্য ছিল মাত্র ৪৩ কিলোমিটার দূরের পুলাপ অ্যাটলে। কিন্তু যাত্রা পথেই ফুরিয়ে যায় বোটের জ্বালানি। সমুদ্রের স্রোত ভাসিয়ে নিয়ে যায় পিকেলোট দ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দূরে। পাশাপাশিই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগও।
অন্যদিকে তাঁদের নিখোঁজ হওয়ায় হন্যে হয়েই সন্ধান চালাচ্ছিল গুয়াম। এই সময়ে অস্ট্রেলিয়ার একটি যুদ্ধজাহাজ ক্যানেবেরা ফিরছিল হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে। সাহায্যের জন্য অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও দ্বারস্থ হয় গুয়ামের আধিকারিকেরা। অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ তল্লাশিতে ঘেঁটে ফেলা হয় মাইক্রোনেশিয়া। তবু খোঁজ পাওয়া যায়নি তাঁদের। শেষে গত ২ তারিখ প্রশান্ত মহাসাগরের পিকেলোট দ্বীপে তাঁদের লেখা ‘এস.ও.এস’ চোখে পড়ে বিমান বাহিনীর। অস্ট্রেলিয়া প্রতিরক্ষা দপ্তরের একটি হেলিকপ্টার উদ্ধার করে তাঁদের। পৌঁছে দেয় খাবার ও পানীয় জল। তাঁরা সুস্থ অবস্থাতেই আছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দপ্তর...
Powered by Froala Editor
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার দাবানলে প্রাণ হারিয়েছে তিনশো কোটিরও বেশি বন্যপ্রাণ!