পঞ্চেশ্বর বাঁধ প্রকল্পের কোপে পিথৌরাগড় বনভূমি, কাটা পড়তে পারে ৩ লক্ষ গাছ

করোনা পরিস্থিতিতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল প্রকৃতি। কিন্তু ক্রমশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই আবারও মানুষের কোপ গিয়ে পড়েছে প্রকৃতির উপর। এর মধ্যেই সংকটে প্রায় ৩ লক্ষ গাছের ভবিষ্যৎ। সৌজন্যে পঞ্চেশ্বর ড্যাম প্রকল্প। আর সমস্ত সরকারি নির্দেশিকা মেনে সেই প্রকল্পের কাজ শুরুও হয়ে গিয়েছে।

ভারত এবং নেপাল সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই প্রকল্প। উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার বনভূমির মধ্যেই এই প্রকল্প তৈরি হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের দায়িত্বে আছে ওয়াপকস কোম্পানি। ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবাহিত মহাকালি নদীর জলের বণ্টন নিয়ে প্রায়ই সমস্যা তৈরি হয় ভারত এবং নেপালের মধ্যে। এই সমস্যার সমাধান করতেই নদীর উপর বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই বাঁধ তৈরির জন্য পার্শ্ববর্তী বনভূমি থেকে প্রায় ২৫০০০ হেক্টর জায়গা প্রয়োজন। আর তার ফলেই গাছ কেটে ফেলা বাধ্যতামূলক।

ইতিমধ্যে পিথৌরাগড় বনবিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে কতগুলি গাছ কাটা পড়তে পারে তার প্রকৃত সংখ্যা গণনা করার। ইতিমধ্যে গণনার কাজ শুরু হয়ে গিয়েছে। মোটামুটি ৫০০ হেক্টর এলাকার গাছ গণনা করে দেখা গিয়েছে সেখানে ৬৯ হাজারের বেশি গাছ আছে। অতএব সব মিলিয়ে কাটা পড়তে চলা গাছের সংখ্যাটা ৩ লক্ষের কম হবে না বলেই মনে করছেন বনবিভাগের আধিকারিকরা।

এই প্রকল্পকে ঘিরে তাই স্বাভাবিকভাবেই চিন্তিত পরিবেশ কর্মীরা। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষ ক্রমশ তাকে বিপন্ন করে চলেছে। আর তার ফলে সংকটে মানুষের নিজের অস্তিত্বও। কিন্তু তবুও সচেতনতা দেখা যাচ্ছে কি? নাহলে দুই দেশের মধ্যে জলের বণ্টন নিয়ে সমস্যার জেরে শেষ পর্যন্ত এতগুলি গাছকে প্রাণ দিতে হত কি?

আরও পড়ুন
গাছের গোড়ায় অ্যাসিড ঢেলে হত্যার চেষ্টা; নৃশংসতার সাক্ষী ব্যাঙ্গালোর

Powered by Froala Editor