জামিয়া মিলিয়া ইসলামিয়া। সাম্প্রতিক সময় দিল্লির বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রসঙ্গ বারবার ঘুরেফিরে এসেছে। সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে বারবার সংঘাত হয়েছে প্রশাসনের। শিক্ষা প্রতিষ্ঠানটিকে লঘু করারও চেষ্টা করা হয়েছে। কিন্তু দিনের শেষে নিজেদের জোরেই ঘুরে দাঁড়িয়েছে সেখানকার পড়ুয়ারা। শুধু পড়ুয়ারাই নন, সেখানকার অধ্যাপকরাও একইভাবে নিজেদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বের সামনে। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, এইবছরের অস্কারের বিচারপর্বের সঙ্গে যুক্ত হল ভারতীয় সিনেমার তিন পরিচালকের নাম। ঘটনাচক্রে, তাঁরা তিনজনেই জামিয়া মিলিয়ার অধ্যাপক!
নিষ্ঠা জৈন, শার্লে আব্রাহাম এবং অমিত মহাদেশিয়া— এই তিন ডকুমেন্টারি পরিচালকই জামিয়া মিলিয়ার সঙ্গে যুক্ত। দেশ-বিদেশে তাঁদের তৈরি সিনেমা ইতিমধ্যেই নানা পুরস্কার পেয়েছে। তবে এই তিনজনের মধ্যে নিষ্ঠা জৈন তুলনামূলকভাবে ভারতীয় দর্শকদের কাছে বেশি পরিচিত। ২০১২ সালে তাঁর তৈরি ‘গুলাবি গ্যাং’ ২০১৪ সালে জাতীয় পুরস্কার জেতে। এছাড়াও তাঁর তৈরি ‘সিটি অফ ফোটোস’, ‘লক্ষ্মী অ্যান্ড মি’, ‘ফ্যামিলি অ্যালবাম’-এর মতো তাঁর কাজগুলো বিদেশেও নানা জায়গায় প্রশংসিত হয়েছে। শার্লে আব্রাহাম এবং অমিত মহাদেশিয়ার কাজও একইভাবে গোটা বিশ্বজুড়ে প্রদর্শিত হয়েছে। কান, টরোন্টো, নিউ ইয়র্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো মঞ্চে তাঁদের ছবি পুরস্কৃতও হয়েছে বেশ কয়েকবার। অমিত মহাদেশিয়া একজন বিখ্যাত ফটোগ্রাফারও বটে। ২০১১ সালে পেয়েছেন ওয়ার্ল্ড প্রেস ফোটো অ্যাওয়ার্ড। সব মিলিয়ে তিনজনেরই কেরিয়ার গ্রাফ অত্যন্ত উজ্জ্বল তা বলাই বাহুল্য।
আর এই তিনজনই এবার যুক্ত হতে চলেছেন অস্কারের সঙ্গে। ৬৮টি দেশের প্রায় ৮০০ জন সিনে ব্যক্তিত্বকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চলেছেন অস্কার কর্তৃপক্ষ। সেই তালিকাতেই রয়েছেন নিষ্ঠা, শার্লে এবং অমিত। স্বভাবতই অনেক বড়ো সম্মান এবং দায়িত্বের সঙ্গে যুক্ত হলেন তাঁরা। যা ভারতের পক্ষেও অনেক গর্বের বিষয়। জামিয়া মিলিয়া ইসলামিয়ার এই তিন অধ্যাপক নিজেদের কাজেও স্বকীয়তা বজায় রেখে গেছেন। যা বলতে চেয়েছেন, যেভাবে নিজের চারপাশটাকে দেখতে চেয়েছেন, সেভাবেই নিজেদের সিনেমাতেও প্রতিফলিত করেছেন। অস্কারের মঞ্চেও সেইভাবেই কাজ করে যাবেন তাঁরা, এমনটাই জানিয়েছেন তিনজনেই।
Powered by Froala Editor
আরও পড়ুন
অস্কারের জন্য মনোনীত প্রথম পাকিস্তানি সিনেমা, কাহিনিকার মানিক বন্দ্যোপাধ্যায়