আত্মহননের ইচ্ছে বা মানসিক অবসাদে ‘বন্ধু’ হয়ে উঠবে এই নম্বরই

আত্মহত্যা করার ঠিক আগের মুহূর্তে মানুষ কী অবস্থায় থাকেন, তার ধারণা নেই অনেকেরই। হয়ত কারও সঙ্গে দু’পাঁচ মিনিট কথা বললে, সেই জীবনটি বেঁচে যাবে সেবারের মতো। অথবা মানসিক অবসাদ নিয়ে কথা বলার মতো কাউকে পাচ্ছেন না, সেসব ক্ষেত্রে ডায়াল করুন ৯৮৮। আমেরিকায় সম্প্রতি চালু হল তিন সংখ্যার এই সুইসাইড হটলাইন নাম্বার! ইতিমধ্যে ফেডারেল কমিউনিকেশন্স কমিশন এই উদ্যোগটিতে সম্মতি জানিয়েছে।

মূল উদ্দেশ্য জীবন বাঁচানো, মানুষকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। মার্কিন দেশের এই উদ্যোগটি ২০১৮ সালে ৩৭৯-১ ভোটে জিতে সম্মতি পায়। তার ঠিক এক মাস পরেই স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগটিকে সম্মতি জানিয়ে সই করেন।

১৩৮ পাতার এই রিপোর্টটিতে বলা আছে যে, ৯৮৮ ডায়াল করলে গোটা দেশের মানুষই আত্মহত্যা ও মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার থেকে মুক্তি পাবে।

সাধারণত, এমার্জেন্সি ঘটনায় সে-দেশের মানুষ ৯১১ ডায়াল করেন। কিন্তু এবার থেকে এ ধরণের বিপদে ডায়াল করার নাম্বার পাল্টে যাওয়ায় আশা করা হচ্ছে, ওই নাম্বারে সবসময়ই সাহায্য করার মতো কাউকে পাওয়া যাবে।

আমাদের প্রত্যেকের জীবনেই এমন কাউকে না কাউকে দরকার হয়, যারা মানসিক অবসাদের সময় পাশে থাকবে, ভরসা যোগাবে। সেই সাহচর্যটুকু অনেক প্রতিকূলতা থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে মানুষকে। আর আত্মহননের মতো চরম ভাবনা জন্মায় চূড়ান্ত একাকিত্বের বোধ থেকেই। সেই সময়, যদি কেউ পাশে থাকেন, হোক অচেনা, দু’দণ্ড কথা বললে হয়তো কেটে যায় সাময়িক মেঘ। সেই মেঘেরই হদিশ দিচ্ছে আমেরিকার এই নম্বর। একফালি রোদ হয়ে।

Latest News See More