‘মধ্যবিত্ত’ অবস্থান খুইয়েছেন ভারতের ৩ কোটিরও বেশি মানুষ!

করোনা অতিমারী ভেঙে দিয়েছে সারা বিশ্বের অর্থনীতির মেরুদণ্ড। বিশেষ করে খেটে খাওয়া মানুষের অবস্থা দেখে বিস্মিত হয়েছেন সকলেই। কিন্তু এই অর্থনৈতিক দুরাবস্থার কোপ থেকে রেহাই পাননি মধ্যবিত্তরাও। শুধু ভারতেই ৩ কোটি ২০ লক্ষ মানুষ মধ্যবিত্ত অবস্থান হারিয়েছেন। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’।

অবশ্য সারা পৃথিবীতে মধ্যবিত্ত পরিচয়ের অর্থনৈতিক মাপকাঠি আলাদা। এক্ষেত্রে সমীক্ষার সুবিধার্থে ধরে নেওয়া হয়েছে দৈনিক ১০ থেকে ২০ ডলার উপার্জন যে পরিবারের, তারাই মধ্যবিত্ত। পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট জানাচ্ছে, করোনা অতিমারীর আগে ভারতে ৯৯ মিলিয়ন মানুষ এই অর্থনৈতিক মাপকাঠির মধ্যে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে সংখ্যাটা নেমে এসেছে ৬৬ মিলিয়নে। বহু মানুষ কাজ হারিয়ে একেবারে উপার্জনহীন হয়ে পড়েছেন।

পাল্লা দিয়ে বেড়েছে অতি দরিদ্র মানুষের সংখ্যাও। অর্থাৎ যাঁদের আয় দৈনিক ২ ডলারেরও কম। রিপোর্ট বলছে, এই অংশে মানুষের সংখ্যা বেড়েছে ৭ কোটি ৫০ লক্ষ। হ্যাঁ, চমকে ওঠার মতোই সংখ্যা। মোটামুটি সমস্ত দেশেই অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও, ভারতের মতো অবস্থা অন্য কোনো দেশেই হয়নি বলে জানাচ্ছে পিউ রিসার্চ সেন্টার। এমনকি চিনের অর্থনৈতিক পরিস্থিতিও এতটা খারাপ হয়নি। আর তার জন্য বৈষম্যকেই দাবি করছেন সমীক্ষকরা। বলছেন, একদিকে যেমন অধিকাংশ মানুষ নিজেদের সমস্ত সঞ্চয় হারাচ্ছেন, অন্যদিকে তেমনই নানা অংশের শিল্পপতিদের আয় বেড়েছে।

অবশ্য এই অর্থনৈতিক দুরাবস্থার একমাত্র কারণ করোনা অতিমারী নয় বলেই জানাচ্ছে পিউ রিসার্চ সেন্টার। এর সঙ্গে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিও অন্যতম কারণ বলে দাবি করছেন সমীক্ষকরা। আর সব মিলিয়ে অবশ্যই সরকারের দূরদর্শিতার অভাব দায়ী। এই পরিস্থিতি থেকে কি আদৌ উঠে দাঁড়াতে পারবে ভারতের অর্থনীতি? এই প্রশ্নটাই উস্কে দিচ্ছে সাম্প্রতিক রিপোর্ট।

আরও পড়ুন
৭০ বছর ধরে গ্রামের দরিদ্রদের শিক্ষাদান, পদ্মশ্রী পেলেন শতায়ু নন্দ প্রুস্তি

Powered by Froala Editor

Latest News See More