বৌদ্ধধর্মে দীক্ষা নিলেন ২৩৬ জন বাল্মীকি সম্প্রদায়ের মানুষ; হাথরাস-কাণ্ডের প্রতিফলন?

হিন্দু ধর্মের মধ্যেই রয়েছে জাতিভেদ। রয়েছে উঁচু-নিচুর আলাদা গণ্ডি। যা পারতপক্ষে ক্রমশ জ্বালানি জগিয়ে যাচ্ছে বৈষম্যের, হিংসার। কিন্তু ‘উঁচু জাতের’ এই অত্যাচার আর কতদিন! বাধ্য হয়েই ধর্মপরিবর্তন করলেন উত্তরপ্রদেশের করহেরা গ্রামের ২৩৬ জন বাল্মীকি সম্প্রদায়ের মানুষ। বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের পর সন্ধ্যায় বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হলেন তাঁরা। প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ২৩৬টি পরিবারের একজন করে।

উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলেই এখনও বজায় রয়েছে অস্পৃশ্যতা, বর্ণবৈষম্য। হাথরাসের ঘটনার পরেই সেই ছবিই সামনে এসেছিল সারা ভারতের কাছে। নিম্নবর্ণের বাল্মীকি সম্প্রদায়ের এক যুবতীকে ধর্ষণ করেছিল উচ্চ ঠাকুর সম্প্রদায়ের ৪ যুবক। ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছিল সারা দেশ। কিন্তু তার পরেও কি থেমে গেছে এমন ঘটনা? একের পর এক দলিত যুবতীর ধর্ষণের ঘটনা সামনে এসেছে তার পরেও। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছিল, একবিংশ শতকে দাঁড়িয়ে কতটা নিরাপদ তাঁরা? 

কার্যত তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ উত্তরপ্রদেশ প্রশাসন। উপরন্তু ধর্ষণের ঘটনা ধামা-চাপা দেওয়ার মতো অভিযোগও উঠেছিল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। শেষ অবধি তাই নিরাপত্তা খুঁজে নিলেন গ্রামবাসীরাই। হিন্দুধর্ম পরিত্যাগ করে গ্রহণ করলেন বৌদ্ধধর্মকে।

উত্তরপ্রদেশের ওই গ্রামের বেশ কিছু পরিবারই সম্প্রতি যোগাযোগ করেছিল ভারতীয় বৌদ্ধ সোসাইটির সভাপতি ডঃ রাজরত্ন আম্বেদকরের সঙ্গে। তারপরই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন নিয়ে শুরু হয় ধর্মান্তরিকরণের প্রক্রিয়া। হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গেও যোগাযোগ করেন রাজরত্ন আম্বেদকর। তাঁদের বৌদ্ধধর্ম গ্রহণের ইচ্ছা থাকলেও, পুলিশি তদারকির অধীনে রয়েছেন তাঁরা। কাজেই সম্ভব হয়নি সেই কর্মসূচি।

১৯৫৬ সালে এই একই দিনে, ডঃ বি আর আম্বেদকরের নেতৃত্বে নাগপুরে হিন্দুত্ব ছেড়ে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন হাজার হাজার মানুষ। ঐতিহাসিক সেই ঘটনাই যেন ফিরে এল আবার। তবে শুধু ২৩৬-এই আটকে থাকবে না এই সংখ্যা। ২০২১ সালের মধ্যেই উত্তরপ্রদেশের প্রায় ২ লক্ষ নিম্নবর্ণের হিন্দু বৌদ্ধত্ব গ্রহণ করতে চলেছেন বলেই উল্লেখ করেন রাজরত্ন আম্বেদকর...

তথ্যসূত্রঃ 

আরও পড়ুন
সাংবাদিকদের গ্রেপ্তার উত্তরপ্রদেশে, ‘রাষ্ট্রদ্রোহের মামলার আড়ালে কি কণ্ঠরোধের চেষ্টা?

১। Two thirty six Valmikis convert to Buddhism in UP’s Gazhiabad post Hathras caste atrocity, The Colourboard

Powered by Froala Editor

Latest News See More