আমাজন অগ্নিকাণ্ডে মৃত ২৩ লক্ষ প্রাণী!

আগুনের গ্রাসে আমাজনের একটা অংশের চলে যাওয়ার খবর বিগত বেশ কয়েক মাস ধরে শিরোনামে। তবে শুধু যে বন পুড়েছে তাই নয়, ক্ষতি হয়েছে বন্যপ্রাণেরও। একটা দুটো নয়, মৃতের সংখ্যাটা ২৩ লক্ষ!  

একদিকে প্রশাসনের ‘উন্নয়নের’ বাণী, অন্যদিকে পরিবেশের সর্বনাশ— বিগত কয়েক মাস ধরে এর মধ্যেই রয়েছে আমাজন অববাহিকার বৃষ্টিচ্ছায় অরণ্য। ব্রাজিল থেকে বলিভিয়া— জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে আমাজনের আগুনের রেশ। সেখানে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের, তেমনই রেহাই পাচ্ছে না প্রাণীরাও। পরিবেশ বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, ২৩ লক্ষেরও বেশি প্রাণী মারা গেছে এই অগ্নিকাণ্ডে। তার মধ্যে যেমন রয়েছে কীটপতঙ্গ, সরীসৃপ, তেমনই রয়েছে জাগুয়ার, বানর এবং আরও নানা প্রজাতির প্রাণী। এটা একটা ছোট অংশের হিসেবমাত্র। সমগ্র অংশের মাত্র ৭.৭ শতাংশ অঞ্চলের জীবজন্তুদের মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে। শুধু বলিভিয়াতে যদি এই হিসেব হয়, তাহলে বাকি অংশের পরিণতি কী হয়েছে? এখন এই আশঙ্কাই ঘুম কেড়েছে পরিবেশবিদদের। বেরনোর কোনও রাস্তা না পেয়ে, একপ্রকার বদ্ধ হয়ে মরে যেতে হয়েছে তাদের। নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। এই দায় কে নেবে? একটা ছোট অংশের হিসেবই যদি এত ভয়ংকর হয়, তাহলে সমগ্র ক্ষতির পরিমাণ তো আরও বেশি। উন্নয়নের স্বার্থে এই বলিদান কি খুব প্রয়োজনীয় ছিল?

Latest News See More