২০১৯-এ খুন হয়েছেন ২১২ জন পরিবেশকর্মী, আন্তর্জাতিক এনজিও-র চাঞ্চল্যকর রিপোর্ট

নিরন্তর অবনতি হয়েই চলেছে পরিবেশ। প্রতিদিন নতুন নতুন পরিসংখ্যান জানান দিচ্ছে বাড়ছে কার্বনের আধিক্য, ধ্বংস হচ্ছে বনভূমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীব বৈচিত্র্য। আর এই সবকিছুর পিছনেই রয়েছে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত। কিন্তু পরিবেশ আর প্রকৃতির রক্ষার জন্যই নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন একদল মানুষ। দুর্নীতির বিরুদ্ধে সরব করে তুলছেন আন্দোলন। কিন্তু রক্তক্ষয় ছাড়া যে যুদ্ধ হয় না এ পৃথিবীতে, তা আরও একবার প্রমাণ করল আন্তর্জাতিক এনজিও গ্লোবাল উইটনেসের পরিসংখ্যান। কেবলমাত্র ২০১৯ সালে খুন হয়েছেন ২১২ জন পরিবেশকর্মী।

পরিবেশকর্মী হত্যার ঘটনা নতুন কিছুই নয়। যে কোনো প্রতিবাদের কণ্ঠরোধ করতে চোরা-শিকারি কিংবা প্রভাবশালীরা বার বার শিকার হিসাবে বেছে নিয়েছেন পরিবেশকর্মীদেরই। কিন্তু ২০১৯-এ রেকর্ড ছুঁল এই সংখ্যা। ২০১৮-তে হত হয়েছিলেন ১৬৪ জন পরিবেশকর্মী। সেই সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়ল একবছরে। অধিকাংশই মারা গেছেন পরিবেশবিরোধী কোনো অর্থনৈতিক সংস্থার বিরুদ্ধে প্রতিবাদের জন্য। এছাড়াও কৃষিজমি অধিগ্রহণ, তেল বা গ্যাসের জন্য খননকার্য, চোরাশিকারের বিরোধিতা করাতেও মৃত্যু হয়েছে অনেকের। মৃতদের মধ্যে ১০ শতাংশ মহিলা। ৪০ শতাংশ মানুষ আদিবাসী জনগোষ্ঠীর। যদিও এই পরিসংখ্যানের থেকে বাস্তবে সংখ্যাটি আরও অনেক বেশি বলেই উল্লেখ করেছে আন্তর্জাতিক এনজিওটি।

ওয়াশিংটন এবং লন্ডন ভিত্তিক ওই সংস্থার রিপোর্টে জানা গেছে, সব থেকে খারাপ অবস্থা ল্যাটিন আমেরিকার দেশগুলিতে। প্রথম দশটি দেশের মধ্যে ৭টি দেশই ল্যাটিন আমেরিকার দেশ। তার থেকেও বড় কথা হতদের অন্তত দুই-তৃতীয়াংশই প্রাণ হারিয়েছেন ল্যাটিন আমেরিকায়। শীর্ষেই রয়েছে কলম্বিয়া। ২০১৯ সালে সেখানে প্রাণ হারিয়েছেন ৬৪ জন পরিবেশবিদ। তারপরেই দ্বিতীয়স্থানে থাকা ফিলিপিনসে মৃত্যুর সংখ্যা ৪৩। ব্রাজিলে হত ২৪ জনের মধ্যে ৯০ শতাংশ পরিবেশকর্মীই যুক্ত ছিলেন আমাজন-রক্ষার লড়াইয়ে। 

তবে এসবের মধ্যেও বহু বহু ক্ষেত্রেই ধ্বংসের হাত থেকে জয় ছিনিয়ে এনে প্রকৃতিকে রক্ষা করতে সক্ষম হয়েছেন সক্রিয় পরিবেশকর্মীরা। ইন্দোনেশিয়ার ডায়ক ইবং জনগোষ্ঠীর মানুষেরা দশ বছরের টানা যুদ্ধের পর পেয়েছেন জঙ্গলের অধিকার। ১০ হাজার হেক্টর এলাকায় আইনি অধিকার দিতে বাধ্য হয়েছে ইন্দোনেশিয়া সরকার। সেইসঙ্গেই রক্ষা পেয়েছে বনভূমিও। তবে ইন্দোনেশিয়া শুধুমাত্র একটি উদাহরণ। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই এমন হাজার হাজার জয় পেয়েছেন পরিবেশকর্মীরা। পরিবেশকে বাঁচাতে যে এই লড়াই চলবে, তাতে একপ্রকার বদ্ধপরিকর তাঁরা। তাই প্রাণের ঝুঁকি নিয়েও প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন সবুজের হয়ে...

আরও পড়ুন
গ্রেটা থানবার্গের ঝুলিতে আরেকটি আন্তর্জাতিক পুরস্কার, প্রাপ্ত অর্থ দান করলেন পরিবেশ রক্ষায়

Powered by Froala Editor

আরও পড়ুন
এগিয়ে এলেন সুন্দরবনের মহিলারাই, পরিবেশ দিবসে রোপণ করলেন ৫০০০ ম্যানগ্রোভ