২০০ ফুট উঁচু মঠ, আজও অক্ষত বিক্রমপুরের এই স্থাপত্য

বাংলাদেশের মুন্সিগঞ্জ সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কেওয়ার গ্রাম। গ্রামে খানিক ঘুরলেই চোখে পড়বে একটা উঁচু মিনারের মতো স্থাপত্য। চৌধুরী বাড়ির মঠ। মুন্সিগঞ্জ সদরের সর্ববৃহৎ মঠ। সঙ্গে এই অঞ্চলের প্রাচীন ইতিহাসের অন্যতম একটি নিদর্শনও বটে।

একটা সময়, ওই জনপদে হিন্দুদের আধিপত্য ছিল। সেখানকার অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন শ্রীনাথ চৌধুরী। তিনিই এই ২০০ ফুট উঁচু মঠ নির্মাণ করেছিলেন। শোনা যায়, তিনি তাঁর বাবার সমাধি স্থলের ওপরই এই মঠটি নির্মাণ করেছেন। মঠের নীচেই ছিল একটি বিষ্ণু মন্দির। পরবর্তীকালে, শ্রীনাথ চৌধুরীর সঙ্গে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার জমিদারদের পারিবারিক সম্পর্ক স্থাপন হয়। তারপর তাঁরাই এই মঠটির দায়িত্ব নেন। স্বাধীনতা যুদ্ধের সময় চৌধুরীরা খুন হলে, এটি বেওয়ারিশ হিসেবে থেকে যায়। এখন গেলে অবশ্য সেই বিষ্ণু মন্দির দেখা যাবে না। মঠের নীচের প্লাস্টারের কাজও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অযত্ন, অবহেলার শিকার হয়েও মঠটির অনেকাংশই অক্ষত আছে।