চিন-ভারত সংঘর্ষে হত আরও ১৭ ভারতীয় সেনা, বলছে সূত্র

মাস খানেক ধরেই উত্তেজনা বাড়ছিল লাদাখের ভারত-চিন সীমান্তে। গতকাল রাতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত রেখা। খবর পাওয়া গিয়েছিল দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক আর্মি অফিসার সহ দুই ভারতীয় জওয়ান। তবে আজ সন্ধেতে ভারতীয় সেনাবাহিনীর দেওয়া পরিসংখ্যান শিউরে ওঠার মতই। ভারতীয় শিবিরে হতাহতের সংখ্যা মোট ২০ জন।

গত কাল রাতে প্রায় কয়েক ঘণ্টা ধরেই গুলিবর্ষণ চলে দুই দেশের সেনাদের মধ্যে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজন ভারতীয় সৈনিকের। আহত হয়েছিলেন আরো অনেকে। তাঁদের মধ্যেই ১৭ জনের অবস্থা ছিল বেশ গুরুতর। শূন্য ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় এবং উচ্চতায় অক্সিজেনের অভাবে প্রাণ হারান তাঁরা। তবে এখনো বেশ কিছু সৈনিক নিখোঁজ। সন্দেহ করা হচ্ছে চিনা সৈনিকের হাতে হয়তো বন্দি হয়েছেন তাঁরা। সংঘর্ষে চিনের সৈন্যদলে সব মিলিয়ে আহত ও নিহতের সংখ্যা অন্তত ৪৩ জন। 

দুই দেশের মধ্যে গত পঞ্চাশ বছরের মধ্যে এত বড়ো সংঘর্ষ এই প্রথম। ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি সরকার। আজ সন্ধেতেই প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে সেনাপ্রধান অংশগ্রহণ করেন বৈঠকে। তবে আগামীতে পরিস্থিতি কোনদিকে গড়াবে সেই নিয়েই চাপানউতোর শুরু হয়েছে দুই দেশের মধ্যে। অন্যদিকে ক্রমশ উত্যপ্ত হচ্ছে লাদাখের গালওয়ান উপত্যকা। উত্তর-প্রত্যুত্তর নাকি সমঝোতা, কোনদিকে যাবে রাষ্ট্রপ্রধানদের সিদ্ধান্ত? উদ্বেগে দেশের জনগণ...

Powered by Froala Editor

আরও পড়ুন
চিন সীমান্তে সংঘর্ষ, নিহত তিন ভারতীয় সেনা; বৈঠকে রাষ্ট্রপ্রধানরা

Latest News See More