উন্নয়নের কোপের মুখে প্রকৃতি। এমন ঘটনা রোজই শোনা যায় কোথাও না কোথাও। আর এবার উত্তরপ্রদেশে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে তৈরির জন্য কাটা পড়তে চলেছে ১ লক্ষ ৮৯ হাজার গাছ। সম্প্রতি একটি আরটিআই-এর উত্তরে এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভালাপমেন্ট অথরিটি। স্বাভাবিকভাবেই এই তথ্যকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
বান্দা অঞ্চলের পরিবেশকর্মী কূলদীপ শুক্লার আরটিআই-র উত্তরে কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে ১ লক্ষ ৮৯ হাজার ৩০০টি গাছ কাটা পড়বে এই প্রকল্পের জন্য। তবে তার জন্য পরিবেশ মন্ত্রক থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে অনেক আগেই। ফলে কোনোভাবেই এই প্রকল্পকে বে-আইনি আখ্যা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি, চিত্রকূট থেকে ইটাওয়া পর্যন্ত ১৯৬ কিলোমিটার লম্বা বিরাট এক্সপ্রেসওয়ে যে এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়, এই কথার উপরেই জোর দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, রাস্তা তৈরি হলে তার ধারে ২ লক্ষ ৭০ হাজার চারাগাছ রোপণ করা হবে।
তবে কর্তৃপক্ষের প্রতিশ্রুতির পরেও নিশ্চিন্ত হতে পারছেন না পরিবেশকর্মীরা। বিশেষ করে, যে সমস্ত গাছ কাটা পড়তে চলেছে তাদের বেশিরভাগই পরিণত গাছ। এর পরিবর্তে চারাগাছ কি প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারবে? তাছাড়া, এক্সপ্রেসওয়ের দূষণের মধ্যে গাছের বেঁচে থাকাও বেশ কঠিন। ফলে এখন পরিবেশ এবং উন্নয়নের মধ্যে একটিকে বেছে নিতে হবে। শেষ পর্যন্ত কি বাঁচানো যাবে প্রকৃতিকে?
Powered by Froala Editor