পরিবেশ দূষণে প্লাস্টিকের ভূমিকা অপরিসীম। বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে প্লাস্টিক ব্যান করা হলেও এখনও সেরকম সচেতন হয়নি মানুষ। বিশেষত ১৩০ কোটির দেশ ভারতবর্ষে প্লাস্টিক বাতাসে ওড়ে। প্রতিনিয়ত হাজার হাজার প্লাস্টিকের বোতল ও অনান্য জিনিস রাস্তায় ডাঁই হয়ে পড়ে থাকে এদেশে। প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি প্লাস্টিক কুড়ানোর নতুন উদ্যোগ দেখা গেল হরিয়ানার হিসারের দুটি স্থানীয় ধাবায়।
২০টি প্লাস্টিক বোতল জমা দিলেই পাওয়া যাবে ভরপেট খাবার। এমনই জানিয়েছে হরিয়ানার দুটি ধাবা। মূলত হিসার মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে জনতা ভোজনালয়া ও হাউন্ডা রাম ধাবার সঙ্গে যৌথভাবে এই ব্যবস্থা চালু করা হল। খিদে মেটানোর পাশাপাশি প্লাস্টিক কুড়িয়ে জড়ো করার এমন উদ্যোগ সত্যিই দুর্লভ। প্রসঙ্গত, কুড়িটি বোতলের পরিবর্তে ধাবায় মিলবে ডাল, চাপাট ও স্যালাড।
রাস্তাঘাটে আজও প্লাস্টিক কুড়িয়ে দিন চালান বহু মানুষ। কিন্তু তাতেও পেটের ভাত জোগাড় হয় না। একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে পেটের ভাত জোগান দেওয়া – একই সঙ্গে এমন অভিনব ভাবনা ভাবতে পারে ক'জন!