মাত্র এক টাকার বিনিময়ে দুঃস্থদের কাছে পৌঁছে যাচ্ছে খাবার

একসময় রাহেলা বিবির সব ছিল। বাড়ি, জমি, সংসার— সব। পদ্মার ভাঙন সেইসব গিলে নিয়েছে। সর্বস্বান্ত রাহেলা বিবির স্থান হয় রেলস্টেশন। যাত্রীদের দয়ায় কোনোদিন খাবার জোটে, কোনদিন জোটে অপমান। সেই স্টেশনেই শেষ হয়েছিল তাঁর দীর্ঘ উদ্বাস্তু জীবন। বেওয়ারিশ লাশ হয়ে হারিয়ে গেছে রাহেলা বিবি।

শুধু রাহেলা বিবি নয়, বাংলাদেশের প্রতিটা রাস্তায়, স্টেশনে ঘুরলে এরকম অনেকেই উঠে আসবে। সেইসব ভুখা মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ‘এক টাকার আহার’ নামের একটি প্রকল্পের মাধ্যমে গত তিন বছর ধরে এই অসহায় মানুষদের খাবার দিচ্ছেন তাঁরা। বারো বছরের নীচের কোনও দুঃস্থ শিশু কিংবা বয়স্ক, কর্মক্ষমতাহীন বৃদ্ধ—প্রত্যেকের কাছে মাত্র এক টাকার বিনিময়ে খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা। প্রতিদিন যে বিপুল পরিমাণ রান্না হয়, তা স্বেচ্ছাসেবকরা ঠিক সময়মতো ঠিক জায়গায় পৌঁছে দেন। এভাবেই তিন বছরে ২৫ লক্ষ খাবার বিতরণ করেছে সংস্থাটি। তাঁদের লক্ষ্য একটাই, রাহেলা বিবির মতো আর কোনও দুঃস্থ, সম্বলহীন মানুষকে না খেতে পেয়ে যাতে মরতে না হয়।

Latest News See More