প্রতিদিনের কিছু খুচরো টাকা বা কয়েন আমরা অনেকেই মাটির ভাঁড় বা পিগি ব্যাঙ্কে জমাই। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যেই সাধারণত সেই ভাঁড় ভেঙে টাকা সংগ্রহ করা হয়। একই কাজ করত ১৭ বছরের রাম সিং। কিন্তু নিজের জন্য সেই টাকা খরচ করেনি, বদলে উপহার কিনেছে তার মায়ের জন্য। দু-এক বছর ধরে নয়, মাটির ভাঁড়ে সে টাকা জমিয়েছিল টানা ১২ বছর ধরে।
বাড়ির ফ্রিজ খারাপ হয়ে গিয়েছিল। অসুবিধা হচ্ছিল দৈনন্দিন কাজকর্মেরও। মা’ও ভাবছিলেন একটি ফ্রিজ কিনবেন। সমস্যার সমাধানে তখন এগিয়ে আসে রাম। নিজের জমানো টাকা দিয়েই মা’কে ফ্রিজ কিনে দেয় সে। ১২ বছরের সঞ্চিত অর্থ ১৩,৫০০ টাকার ওজন হয়েছিল ৩৫ কেজি।
খবরের কাগজে রেফ্রিজারেটরের বিজ্ঞাপন দেখে শোরুমে ফোন করে রাম। দোকানদার প্রথমে খুচরো নিতে অস্বীকার করলেও পরে মেনে নেন। পাশাপাশি, ফ্রিজ কিনতে ২০০০ টাকা কম পড়লে, তা ডিসকাউন্টও দিয়ে দেন।
রামের সততা আর একনিষ্ঠতা মুগ্ধ করেছিল দোকানদারকেও। আপনিও কি মুগ্ধ হলেন না মা’কে দেওয়া ছেলেটির এই উপহারে?