১৮,০০০ বছর পরেও অবিকল দেহ, বরফের নিচ থেকে উদ্ধার কুকুরছানা

পৃথিবীতে মাঝে মাঝেই এমন অবিশ্বাস্য ও চমকপ্রদ ঘটনা ঘটে, যে অবাক হয়ে যেতে হয়। সম্প্রতি সাইবেরিয়ার বরফের নীচে পাওয়া ১৮০০০ বছর আগের একটি কুকুরের দেহ অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। দু’মাস বয়সি এই কুকুরের বাচ্চাটি রয়েছে অবিকল একই অবস্থায়। এমনকি চিহ্নিত করা গেছে তার জুলপি, নাক, দুধের দাঁতও।

বিশ্বের শীতলতম শহর ইয়াকুস্ক এর কাছে ইন্ডিগিরিকা নদীর কাছে কুকুরটিকে গতবছর গ্রীষ্মে উদ্ধার করা হয়েছিল। ভূর্গভস্থ অঞ্চলে এই প্রাণীটির দেহ পাওয়ার পর থেকেই রীতিমতো তাজ্জব বনে যান বিজ্ঞানীরা। যদিও একাংশের মতে এই প্রাণীটি কুকুর না নেকড়ে তা এখনও নিশ্চিত করা বলা যাবে না। অবশ্য ইতিমধ্যে তার নাম দেওয়া হয়েছে 'ডগর' যার অর্থ বন্ধু।

প্রাণীটিকে নিশ্চিত ভাবে শনাক্ত করতে তার জিনোমকে আরও পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর ভূগর্ভে আরও কত কী যে অনাবিষ্কৃত থেকে গেছে, তা আগামীদিনে হয়ত একে একে আবিষ্কার হবে।

More From Author See More