গাছ লাগিয়ে গোল উদযাপন, ফুটবলের সঙ্গে পরিবেশকে জুড়তে লড়াই

ফুটবল যেমন শৈল্পিক খেলা, তেমনই গোল সেলিব্রেশনকেও শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছেন আধুনিক যুগের খ্যাতনামা ফুটবলাররা। রোনাল্ডোর ‘নি টু গ্লাইড’ থেকে মেসির ‘টু ফিংগার পয়েন্টিং টু স্কাই’ বা নেইমারের ‘টু দ্য ওয়ার্ল্ড’— প্রতিটি আন্তর্জাতিক খেলোয়াড়েরই রয়েছে বিশেষ আইকনিক স্টান্ট। কিন্তু বৃক্ষরোপণ (Plantation) করে কাউকে গোল উদযাপন (Goal Celebration) করতে দেখেছেন কি কখনও? অবাক লাগাই স্বাভাবিক। হ্যাঁ, পরিবেশ বাঁচাতে এমনই অভিনব এক উদ্যোগ নিয়েছেন কেনিয়ার এক অখ্যাতনামা অপেশাদার ফুটবলার।

লেসেইন মুতুনকেই (Lesein Mutunkei)। ১৮ বছর বয়সি এই তরুণ ফুটবলার প্রতি গোল পিছু রোপণ করেন ১১টি গাছ। শুধু নিজের জন্য নয়, দলের প্রতিটি খেলোয়াড়ের জন্যই ১টি করে গাছ রোপণ করেন তিনি। কেনিয়ার রাজধানী নাইরোবির একটি ছোট্ট স্থানীয় ক্লাবে খেলেন মুতুনকেই। জাতীয় বা আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ না পেলেও, তাঁর বিশ্বাস একমাত্র ফুটবলই গোটা বিশ্বকে একত্রিত করতে পারে। ফুটবলই পারে সকলকে এক ছাতার তলায় নিয়ে আসতে। তাই পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে তিনি হাতিয়ার হিসাবে বেছে নিয়েছেন ফুটবলকেই।

তবে তাঁর এই উদ্যোগ আজকের নয়। ১৩ বছর আগের কথা। তখন তাঁর বয়স মাত্র বছর পাঁচেক। এক পারিবারিক অনুষ্ঠানে অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী হয়েছিলেন মুতুনকেই। গাছ লাগিয়েই শুভ কাজের সূচনা করেছিলেন তাঁর আত্মীয়রা। সেই ঘটনাই গভীরভাবে দাগ কাটে তাঁর মনে। আনন্দ কিংবা খুশির মুহূর্তে বৃক্ষরোপণ, একপ্রকার অভ্যেসে পরিণত হয় তাঁর। পরবর্তীতে তাঁর সঙ্গে আলাপ হয় কেনিয়ার প্রয়াত নোবেল শান্তি পুরস্কারজয়ী সমাজকর্মী ওয়াঙ্গারি মাথাই-এর সঙ্গে। তাঁর কথাতেই অনুপ্রাণিত হয়ে পারিবারিক ঐতিহ্যকে আন্দোলনে পরিণত করেন মুতুনকেই। 

কেনিয়ার ফরেস্ট সার্ভের রিপোর্ট অনুযায়ী, সে-দেশে বনাঞ্চলের পরিমাণ বর্তমানে মাত্র ৬ শতাংশ। তা সত্ত্বেও অনবরত বননিধন হয়ে চলেছে কেনিয়ায়। তাছাড়া আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট বলছে, প্রতি ছ-সেকেন্ডে বিশ্বজুড়ে কাটা পড়ছে একটি ফুটবল মাঠের সমান অরণ্য। সভ্যতার এই ধ্বংসলীলা থামাতে ফুটবল মাঠ থেকেই লড়াই শুরু করেন মুতুনকেই। শুরু হয় গাছ রোপণ করে গোল সেলিব্রেশন। 

তবে আজ এই লড়াই তাঁর একার নয়। দলের অন্যান্য খেলোয়াড়দের নিয়েও সবুজযোদ্ধার বাহিনী গড়ে তুলেছেন তিনি। নাইরোবিতে তাঁর ক্লাবের মাঠের বাইরে লাগিয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি গাছ। ‘ট্রিস ফর গোলস’-খ্যাত তাঁর এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে বেশ কিছু আন্তর্জাতিক ক্লাবের। মাস খানেক আগে তরুণ ফুটবলার এই প্রয়াসকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ স্মারক পাঠিয়েছে ইংল্যান্ডের খ্যাতনামা ক্লাব ‘আর্সেনাল’। তাঁকে নিয়ে তৈরি হয়েছে একটি তথ্যচিত্রও। বর্তমানে মুতুনকেই-এর একমাত্র লক্ষ্য, ফিফা কিংবা উয়েফার মতো বড়ো ফুটবলার সংস্থার নজর কাড়া। পৌঁছে যাওয়া আন্তর্জাতিক স্তরে। রোনাল্ড, মেসি বা নেইমারের মতো খেলোয়াড়রা তাঁর হয়ে বৃক্ষরোপণ করলে, পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে যাবে কোটি কোটি মানুষের কাছে। নতুন মাত্রা পাবে সবুজ বিপ্লব। এমনটাই মনে করছেন নাইরোবির অষ্টাদশী কিশোর…

Powered by Froala Editor

More From Author See More