গোটা পৃথিবী আক্রান্ত করোনায়, সুরক্ষিত মাত্র ১৮টি দেশ!

করোনা— এই মুহূর্তে গোটা বিশ্বের ত্রাস হয়ে উঠেছে। আক্রান্তের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। মৃতের সংখ্যাও তরতরিয়ে বাড়ছে। আমাদের ভারতের অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে। পৃথিবীর বহু দেশেই ছড়িয়ে গেছে করোনা। এই মুহূর্তে পৃথিবীর ১৯৪টি দেশ আক্রান্ত করোনায়। কিন্তু এই দুর্যোগের মধ্যেও নিজেদের সুরক্ষিত রেখেছে ১৮টি দেশ। এই দেশগুলিতে এখনও করোনার ‘চোখরাঙানি’ প্রবেশ করেনি। হ্যাঁ, এখানকার অধিবাসীরা এখনও নিরাপদেও রয়েছেন।

আরও পড়ুন
ঘরবন্দি দিনগুলোয়, ‘ইমার্জেন্সি লাইব্রেরি’তে কয়েক লক্ষ ই-বুক

প্রথমেই আসবে উত্তর কোরিয়ার কথা। এমনিতেই নানা সময় নানা ঘটনার জন্য বিতর্কের কেন্দ্রে থাকে এই দেশটি। গোটা বিশ্ব থেকে একপ্রকার আলাদাই থাকে তারা। সেখানকার স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার সমালোচনাও করা হয় সব জায়গায়। কিন্তু এই বিপুল করোনা আতঙ্কে নিজেদের বাঁচিয়েই রেখেছে এই দেশটি। চিনের কাছে হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত রক্ষা পেয়েছে তারা। নিয়মিত সমস্ত জায়গা জীবাণুমুক্ত রাখার কাজটি করে যাচ্ছে সবাই। অবশ্য এই ‘রক্ষা’ পাওয়ার পদ্ধতি নিয়েও বিতর্ক উঠেছে। সেইসঙ্গে উঠে আসবে ইয়েমেন ও কোমোরসের কথা। এখনও অবধি আরব দেশগুলোর মধ্যে এই দুটি দেশই করোনা থেকে রক্ষা পেয়েছে। বাকি দেশগুলোর অবস্থা শোচনীয়।

আরও পড়ুন
বারান্দা থেকে ঝোলানো বাস্কেটভর্তি খাবার, অভুক্তদের জন্য উদ্যোগ ইতালিতে

হিসেব করলে দেখা যাবে, ওই দেশগুলোতেই করোনা হয়নি, যেখানে খুব কম বিদেশি আসে। সেরকমই দুটি দেশ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান। কোনো করোনা আক্রান্তের হদিশই পাওয়া যায়নি এখানে। এছাড়াও আফ্রিকার তিনটি জায়গা এখনও অবধি করোনা মুক্ত। এমনিতে গরিব হলেও ওই মহাদেশে এখনও ইতালি বা আমেরিকার মতো অবস্থা হয়নি। লেসোথো, দক্ষিণ সুদান, সাও তোমে’র মতো দেশ এখনও নিজেদের সরিয়ে রাখতে পেরেছে। এছাড়াও যে দেশগুলি করোনার সীমার বাইরে, সেগুলি হল - সামোয়া, সলোমন আইল্যান্ডস, কিরিবাটি, কেমোরস, মার্শালআইল্যান্ডস,মাইক্রোনেশিয়া, নাউরু, টঙ্গা, টুভালু ও ভানুয়াতু।

আরও পড়ুন
দরিদ্রদের হাতে তুলে দিলেন নগদ অর্থ, মানবতার অনন্য নজির অস্ট্রেলিয়ায়

তবে চিন্তা থেকেই যায়। যে হারে করোনা থাবা বসাচ্ছে সব দেশে, তাতে এরা কতদিন ঠিক থাকবে, সেটাও প্রশ্ন। তবে আশা তো দেখাই যায়। এই ১৮টি দেশের সরকারও নানাভাবে চেষ্টা করছে। সমস্ত পৃথিবী মিলে করোনাকে জয় করবই একদিন…

Latest News See More