কোভিডে মৃতদের জন্য খোঁড়া হল ১৫ লক্ষ কবর, দক্ষিণ আফ্রিকার ঘটনায় চাঞ্চল্য

খুঁড়ে ফেলা হয়েছে মাটি। সার বেঁধে পর পর ব্যবস্থা করা হয়েছে গণকবরের। তাও দু-এক হাজার নয়, সংখ্যাটা পনেরো লক্ষ। ঘটনার অকুস্থল দক্ষিণ আফ্রিকার সবথেকে জনবহুল প্রদেশ গুয়েতাং। জোহানসবার্গ, প্রিটোরিয়ার মত গুরুত্বপূর্ণ নগরীগুলির অবস্থানই এই গুয়াতাং প্রদেশেই। এমনই অবাক করা দৃশ্যের সামনে বিস্মিত গোটা পৃথিবী। 

ইউরোপের পর আমেরিকা এবং এশিয়ার মতো করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ বাড়ছে আফ্রিকায়। আফ্রিকান দেশগুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকাতেই। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেখানে এখনও আক্রান্ত প্রায় ২ লক্ষ ২৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের।

গুয়েতাং প্রদেশের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডঃ মাকুসু জানান, পরিস্থিতির সবথেকে খারাপ অবস্থার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দিনে দক্ষিণ আফ্রিকা করোনা ভাইরাসের হটস্পট হতে চলেছে বলেই আশঙ্কা তাঁর। তার জন্যই নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি। তিনি জানান, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী আগস্টের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক আকার ধারণ করবে মহামারী। শিখরে পৌঁছাবে সেপ্টেম্বরে। 

১৫ লক্ষ কবরের ১০ শতাংশ ভরে যেতে পারে দক্ষিণ আফ্রিকায়। বা তার থেকেও বাড়তে পারে সংখ্যা। এমনটাই আশঙ্কা করছেন তিনি। পাশাপাশি প্রার্থনা করছেন দেশকে যাতে এমন চরম পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। এই মুহূর্তে গুয়েতাং প্রদেশে করোনাভাইরাস হাসপাতালে শয্যার সংখ্যা ৫০০। যা জুলাইয়ের মধ্যেই আরও ৫০০ বাড়ানো হবে বলে জানান তিনি। চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোর অভাবও এই অবস্থাকে ঠেকাতে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে, তার আভাস পাওয়া যাচ্ছে তাঁর কথায়।

আরও পড়ুন
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১১০০, বাড়ছে দুশ্চিন্তা

বিশ্বের অন্যান্য দেশে মৃত্যুর সংখ্যা দক্ষিণ আফ্রিকার থেকে বহুগুণ বেশি। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়িয়েছে সারা পৃথিবীতে। যা নিয়ে এই মুহূর্তে সমালোচনাও তুঙ্গে। নানান মহলে সন্দেহ উঠেছে, প্রকৃত তথ্য গোপন করছে না তো দক্ষিণ আফ্রিকার সরকার? তবে এর মধ্যেও লকডাউন তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আনলক পর্বের ‘লেভেল থ্রি’-তে থাকা দক্ষিণ আফ্রিকায় সচল করা হয়েছে যাপনচিত্র। যা সম্ভাবনা বাড়াচ্ছে সংক্রমণের। কিন্তু এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিভাগে খরচ না করে সমাধির প্রস্তুতি কেন? তাই এখন বড়ো রহস্য সকলের কাছে...

Powered by Froala Editor

আরও পড়ুন
ক্রমশ বাড়ছে করোনার দাপট, তার মধ্যেও সাও পাওলো খুলে দিল ব্রাজিল প্রশাসন