সারা পৃথিবীতে দেশের সংখ্যা কত? প্রশ্নটা শুনলে হঠাৎ একটু থমকে যেতে হয়। নানা আন্তর্জাতিক তালিকা নানা কথা বলে। এর মধ্যে অলিম্পিকের তালিকা দেখলে ২০৫টি জাতীয় কমিটির উল্লেখ পাওয়া যায়। কিন্তু এই ২০৫টি দেশের নাম? নাহ্, এই তালিকা পরপর বলা সহজ নয়। বলা যায় একরকম অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে তুলেছে অন্ধ্রপ্রদেশের একদল স্কুলছাত্রী। শুধু প্রতিটা নাম মনে রাখাই নয়, সম্পূর্ণ তালিকাটি মুখস্থ বলতে তাদের সময় লেগেছে মাত্র ১ মিনিট ১৫ সেকেন্ড। আর এই সময়ের মধ্যেই গ্লোবে প্রতিটি দেশের অবস্থানও চিহ্নিত করে ফেলেছে তারা।
অন্ধ্রপ্রদেশ ট্রাইবাল গার্লস ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী অনু বৈষ্ণবী, গায়ত্রী বাই, বিজয়লক্ষ্মী, যুবরাণী, সুজাতা এবং শ্রীদেবী। এদের মধ্যে চারজন অষ্টম শ্রেণির ও তিনজন নবম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তারাই জাতীয় ও মহাদেশীয় স্তরে ১১টি রেকর্ড অর্জন করেছে। তার মধ্যে একটি রেকর্ডের কথা আগেই বলা হয়েছে। এছাড়া রয়েছে এমনই নানা স্মৃতিশক্তির পরীক্ষা। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম বলতে তাদের সময় লেগেছে ১৪ সেকেন্ড। পর্যায়সারণির প্রতিটা মৌলের নাম বলতে সময় লেগেছে ১৬ সেকেন্ড। সাধারণ মানুষের পক্ষে এসব অবাস্তব বলে মনে হতেই পারে। সত্যিই এর আগে এশিয়ার কেউ এমন রেকর্ড তৈরি করেনি।
ছাত্রীরা প্রত্যেকেই তাদের এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছে স্কুলের প্রিন্সিপাল কেএস আইকিশোরকে। স্কুলের প্রতিটা খুঁটিনাটি বিষয়ে নজর রাখার পাশাপাশি নিয়মিত ছাত্রীদের স্মৃতিশক্তি বাড়ানোর প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন তিনি। আর সম্প্রতি সেই ছাত্রীরা ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ এবং ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এর প্রতিনিধিদের সামনে নিজেদের সাফল্যের পরিচয় রাখল। একদল আদিবাসী ছাত্রীর এই সাফল্য সত্যিই এক অভিনব ঘটনা।
Powered by Froala Editor