শতবর্ষ পেরিয়ে গেছে তার। এখনও বহাল তবিয়তে বেঁচে আছে সে। যাকে বলে, গড়গড়িয়ে চলছে। বলা হচ্ছে একটি বিশেষ মোটরবাইকের কথা। ১৯১৬ সালে তৈরি এই ট্রব মোটরবাইকটি আজও, সমানভাবে কাজ করছে।
আরও পড়ুন
শতবর্ষ ছুঁতে চলা বিখ্যাত ‘ডাকব্যাক’-এর প্রতিষ্ঠাতা ছিলেন একজন বাঙালি
এই ট্রব মোটরবাইক উদ্ধারের ঘটনাও রোমাঞ্চকর। সালটা ১৯৬৮। আমেরিকার শিকাগো শহরের একটি অ্যাপার্টমেন্টেই রাখা ছিল এটি। কিন্তু কারোর সেরকম নজরে আসেনি। দেওয়ালের আড়ালে প্রায় চাপাই পড়ে গিয়েছিল। একদিন দেওয়াল ভাঙা হলে, সেই আড়াল থেকে উদ্ধার করা হয় এই ভিন্টেজ বাইক। ট্যাঙ্কে লেখা ‘ট্রব’। গাড়ির যন্ত্রপাতি পরীক্ষা করে দেখা গেল, ১৯১৬ সালে এটি তৈরি করা হয়েছিল। এবং, কিমাশ্চর্যম অতঃপরম, বাইকটা তখনও চলছিল! রং চটলেও, এতটুকুও খারাপ হয়নি!
আরও পড়ুন
শতবর্ষ পেরিয়েও উজ্জ্বল কলকাতার ইহুদি কেক-ঠিকানা ‘নাহুমস’
বাইকটা ‘আবিষ্কার’ হওয়ার পরই বাইকপ্রেমীদের ভিড় লেগে যায়। নানা হাত ঘুরে, ট্রব এসে পৌঁছয় ডেল ওয়াকস্লেরের কাছে। যিনি ‘উইলস থ্রু টাইম’ বলে আমেরিকার একটি গাড়ির মিউজিয়ামের প্রতিষ্ঠাতা। শতবর্ষ পেরিয়ে গেছে ট্রব বাইকের। এখনও সে নিজের দায়িত্ব থেকে অবসর নেয়নি। ইঞ্জিনিয়ার থেকে বাইক-প্রেমী, প্রত্যেকে মুগ্ধ বাইকটির কারিগরি দক্ষতায়। নিজের সময়ের একমাত্র প্রতিনিধি হয়ে, এখনও আমেরিকার রাস্তায় শাসন করছে এই চিরতরুণ ট্রব বাইক।