দুঃস্থ শিশুদের পাঁচ লক্ষ বই দিতে উদ্যোগী ১০ বছরের খুদে

ওরেয়ন জিন। নেটদুনিয়া থেকে সংবাদমাধ্যম— বর্তমানে সর্বত্রই চর্চা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কিশোরকে নিয়ে। না, কোনো বিখ্যাত ব্যক্তিত্ব নয় জিন। তবে তার কর্মকাণ্ড অবাক করেছে গোটা বিশ্বকেই। বয়স মাত্র ১০ বছর। অথচ, সমাজের প্রতি দায়বদ্ধতার নিরিখে তার কাছে হার মানবে বাঘা বাঘা প্রাপ্তবয়স্কও। কেবলমাত্র আর্থিক অনটন এবং অন্যান্য সমস্যার জেরে পড়াশোনার সুযোগটুকুই পায় না বিশ্বব্যাপী কোটি কোটি শিশু। এবার তাদের পাশেই ত্রাতা হয়ে দাঁড়িয়েছে ওরেয়ন। বিনামূল্যেই তাদের বই বিতরণ করছে মার্কিন কিশোর।

ষষ্ঠ শ্রেণীর খুদে পড়ুয়ার বিশ্বাস, একমাত্র স্বাক্ষরতা এবং বিবিধ বিষয়ে পাঠের অভ্যাস বদলে দিতে পারে পৃথিবীর চেহারা। হিংসা, বিদ্বেষ, বর্ণবৈষম্য— এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে বই। আর সে জন্যই এমন অভিনব উদ্যোগ টেক্সাসের ছোট্ট কিশোরের। ওরেয়ন নিজেও বইপ্রেমী। নিয়মিত সাহিত্যচর্চা না হলে, চোখের পাতা এক হয় না তার। আর বইয়ের প্রতি তার এই ভালোবাসাটাই সমবয়সী দুঃস্থ শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সে। 

ওরেয়নের লক্ষ্য, চলতি বছরেই সব মিলিয়ে ৫ লক্ষ বই সে উপহার দেবে দুঃস্থ শিশুদের। তার এই উদ্যোগে ইতিমধ্যেই উপকৃত হয়েছে লক্ষাধিক শিশু। তবে লক্ষ্যপূরণ না হওয়ার পর্যন্ত এই লড়াই চলবে বলেই জানাচ্ছে ওরেয়ন। আর সেই লক্ষ্যেই ওরেয়ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের থেকে সংগ্রহ করে চলেছে ব্যবহৃত বই। 

তবে শুধু যে বই বিতরণ, তা নয়। মহামারীর কঠিন সময়ে আর্থিক ভাবে বিপন্ন পরিবারের পাশেও দাঁড়িয়েছে ছোট্ট ওয়েরন। ত্রাণ পৌঁছে দিয়েছে টেক্সাসের প্রায় ১ লক্ষ মানুষের কাছে। ২০২০ সালে এই কর্মকাণ্ডের সুবাদে স্টুডেন্ট কাইন্ডনেস কনটেস্টে সম্মাননাও পায় ওরেয়ন। তবে গোটা অর্থমূল্যটাই সে দান করেছে শিশু হাসপাতালে খেলনা কেনার জন্য। 

আরও পড়ুন
রাস্তার ধারে বই বিক্রি থেকে বন্ধুত্ব, ভিন্নপথের দুই আফগানের গল্প

১০ বছরের ছোট্ট কিশোরের এই কর্মকাণ্ডে বিস্মিত গোটা দুনিয়া। মানবিকতার যে কোনো বয়স হয় না— তারই জ্বলন্ত প্রমাণ টেক্সাসের ওরেয়ন জিন… 

আরও পড়ুন
বয়স মাত্র ১০, জ্যোতির্বিজ্ঞানের বই লিখে আলোচনায় কলকাতার কিশোর

Powered by Froala Editor

আরও পড়ুন
আম্বেদকরের বইয়ের নামে অ্যালবাম, জাতিভেদের বিরুদ্ধে র‍্যাপই হাতিয়ার দুলেশ্বরের