ঘরছাড়া শিশুদের জন্য পাজামা আর বই, বড়দিনের ‘সান্তাক্লজ’ এই ১০ বছরের খুদেই

বড়দিন আসছে। অন্ধকার দূর করে আলোর উৎসবে মেতে উঠবে গোটা বিশ্ব। কিন্তু সকলের জীবন এক নয়, কারও কারও জীবনে অন্ধকার সহজে দূর হয় না। বাড়ি ঘর নেই, রাস্তায়, ক্যাম্পে কাটে বহু শরণার্থী, ঘরছাড়া শিশুদের জীবন। বড়দিনের আনন্দ ছুঁতে পারে না তাঁদের। সেইসব শিশুদের মুখে হাসি ফোটাতেই এগিয়ে এল আরেক শিশু, যার বয়স মাত্র ১০ বছর।

সাত বছর বয়স থেকেই এই উদ্যোগে সামিল হন লন্ডনের ডোমিনিক। যেসব বাচ্চারা পারিবারিক হিংসার শিকার হয়ে ঘর ছেড়ে আশ্রয় নেয় অন্য কোথাও, তাদের জন্য পাজামা আর বই জোগাড় করার উদ্যোগ নিয়েছে এই ছেলেটি। এমনকি, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য নিজের জামাও ডিজাইন করেছে সে। এই বয়সেই রয়েছে তার একটি নিজস্ব ওয়েবসাইট। বড়দিনের প্রাক্কালে বাকি শিশুদের জন্য জোগাড় করেছে গল্পের বই। তাঁর এই উদ্যোগকে অসাধারণ বললেও বোধহয় কম বলা হয়।

বলা যেতে পারে, ছোটদের ‘সান্তাক্লজ’ হয়ে উঠেছে এই খুদে ডোমিনিক-ই। নিজের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার এই পরিণতিবোধ দেখে অবাক সকলেই। বিশেষ করে পশ্চিমী দুনিয়ায়, যেখানে ছোট থেকেই ব্যক্তিকেন্দ্রিকতায় বড় হয় ছেলেমেয়েরা, সেখানে ডোমিনিকের উদাহরণ আশা দেখায়। বড়দিন আলোকিত হয়ে ওঠে আরও।

Latest News See More