ওড়িশার চিল্কা হ্রদ, শুধু দেশের সবচেয়ে বড়ো লেগুন হ্রদই নয়। পরিযায়ী পাখিদের বৃহত্তম আশ্রয়ও বটে এই জলাধারটি। আর তাই প্রতি বছরের মতো এবারেও চিল্কা হ্রদে কতগুলি পাখি এসেছে, সেই নিয়ে উত্তেজনা ছিলই। অবশেষে সামনে এল সেই তথ্য। মঙ্গলবার সারাদিন ধরে গণনার শেষে সেই রিপোর্ট প্রকাশ করেছে ওড়িশা সরকার। গতবছরের তুলনায় এবার পাখির সংখ্যা সামান্য কমলেও আশঙ্কার কোনো কারণ নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। চিল্কার (Chilika Lake) পরিবেশ এখনও পরিযায়ী পাখিদের জন্য পুরোপুরি নিরাপদ। আর তাই এই বছর ১০ লক্ষেরও বেশি পাখি এসে আশ্রয় নিয়েছে সেখানে।
ওড়িশা সরকারের বনবিভাগের পাশাপাশি এইদিন গণনার কাজে যুক্ত ছিলেন চিল্কা উন্নয়ন পর্ষদ এবং মুম্বাই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সদস্যরাও। সব মিলিয়ে ১০৬ জন কর্মচারী সারাদিন ধরে পাখি গণনার কাজ করেছেন। গণনার সুবিধার জন্য গোটা হ্রদটি ২১টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল। আর সব শেষে দেখা যায়, এবছর চিল্কায় আশ্রয় নিয়েছে মোট ১০৭৪১৭৩টি জলচর পাখি। এর মধ্যে রয়েছে ১০৭টি প্রজাতি। এছাড়াও জলাভূমি নির্ভর ৭৬টি প্রজাতির পাখির দেখা মিলেছে। তাদের মোট সংখ্যা ৩৭৯৫৩। অবশ্য গতবছর এই সময় গণনা করে ১২ লক্ষের বেশি পাখির দেখা পাওয়া গিয়েছিল। তবে পৃথিবীর সমস্ত জায়গাতেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে। আর তার ফলেই পরিযায়ী পাখিদের সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছেন মুম্বাই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞরা। এখানে চিল্কার পরিবেশ কোনোভাবেই দায়ী নয়।
এছাড়াও ওড়িশা বনবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, গতবছরের তুলনায় এবছর জলস্তর খানিকটা উঁচুতে থাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে সমুদ্রের জল। আর যেহেতু পাখিরা বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকতে ভালোবাসে, তাই চিল্কা হ্রদের আশেপাশে পাখির সংখ্যা অনেকটা বেড়েছে। যদিও এর মধ্যে বেশ কিছু প্রজাতির পাখি একেবারেই দেখা যায়নি। মূলত উত্তর-পূর্ব ভারত থেকে যেসব পাখি আসত, তাদের দেখা যায়নি এ-বছর। অবশ্য সেইসঙ্গে পিনটেল ডাক জাতীয় পাখিদের সংখ্যা বেড়েছে অনেকটাই। আর সবচেয়ে বেশি বেড়েছে ফ্লেমিংগো পাখির সংখ্যা।
পূর্ব এশিয়া, পশ্চিম আফ্রিকা, রাশিয়া, মঙ্গোলিয়া এবং হিমালয়ের নানা অঞ্চল থেকে প্রতি বছর চিল্কায় ভিড় জমায় পরিযায়ী পাখিরা। আর সেই সংখ্যা যে আশঙ্কাজনকভাবে এখনও কমে যায়নি, এটা সত্যিই সুখবর।
আরও পড়ুন
এক সময়ের শিকারীরাই আজ পাখির রক্ষক, নেপথ্যে বেঙ্গালুরুর যুবক
Powered by Froala Editor